22 C
Kolkata

বিয়ে সেরেই সলমনের কাছে ফিরবে ক্যাটরিনা

নিজস্ব সংবাদদাতাঃ সলমন খানের ভক্তদের জন্য সুখবর। বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছিলো ‘টাইগার ৩’ আস্তে চলেছে। তবে তা কবে বড়পর্দায় দেখা যাবে এবং তার শুটিং কবে শুরু হবে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না। কিন্তু,জানা যাচ্ছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ‘ টাইগার ৩’ এর শুটিং।

জানা গেছে, সেপ্টেম্বরের শেষের দিকে আন্ধেরির যশ রাজ স্টুডিওতে বেশ কিছুটা শুটিংয়ের কাজ সেরে রেখেছেন বলিউডের দাবাং খান। ‘ টাইগার ৩’ য়ে সলমন খান RAW এজেন্ট, তাঁর নাম অবিনাশ সিং রাঠোর। এবং ক্যাটরিনার নাম জোয়া হুমাইমি। এই ছবির শুটিংয়ের জন্য গুরগাঁওয়ে এসআরপিএফ গ্রাউন্ডে তৈরী হয়েছিল একটি বিশাল বড় সেট।

ভারী বৃষ্টির জন্য সেটের বেশ কিছুটা নষ্ট হয়েছিল। তবে শোনা যাচ্ছে ১৩ ডিসেম্বর থেকে আবার করে শুরু হবে এই ছবির শুটিং। এবং ভিকির সঙ্গে বিয়ে মিটিয়েই ক্যাটরিনাও ফিরবে শুটিংয়ে।

আরও পড়ুন:  Debina Bonnerjee: দেবিনার দুই সন্তানের মাঝে একে হাজির?

Featured article

%d bloggers like this: