22 C
Kolkata

রাখী সাওয়ান্তের মার চিকিত্‍সার দায়িত্ব নিলেন ভাইজান

নিজস্ব সংবাদদাতা: রাখী সাওয়ান্তের ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন সলমন খান এবং তাঁর ভাই সোহেল খান । সূত্রের খবর, সলমনের আর্থিক সাহায্যের পরই অভিনেত্রীর মায়ের কেমোথেরাপি শুরু হয়। ইতিমধ্যে রাখীর মা জয়া সাওয়ান্তকে চারবার কেমো দেওয়া হয়।

এরপর আরও দুটি কেমোথেরাপি হলে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ‘বিগ বস’-এর ঘরে থাকাকালীনই মায়ের অসুস্থতার খবর শুনতে পেয়েছিলেন রাখী সাওয়ান্ত । শোয়ে প্রকাশ্যেই কেঁদেও ফেলেন। এরপরই বিজয়ীর নাম ঘোষণার আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান ‘বিগ বস’ থেকে।

তবে মায়ের চিকিত্সা করাতে গিয়ে দেখেন বহু ধার-দেনা বাকি। অতঃপর বেজায় সমস্যায় পড়তে হয় অভিনেত্রীকে। রাখী সাওয়ান্তের মায়ের এহেন শারীরিক পরিস্থিতির খবর যায় সলমন খানের কাছে। এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেন বলিউডের ভাইজান।সলমনের এমন উদ্যোগে বেজায় খুশি রাখী সাওয়ান্ত।

আরও পড়ুন:  Tollywood:আর্থিক কেলেঙ্কারি প্রসঙ্গে টলিউডের আরও বড় মাথাদের নাম ফাঁস

কৃতজ্ঞতা স্বীকার করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। যেখানে জয়া সাওয়ান্তকে দেখা যাচ্ছে সলমন ও সোহেলকে দু’হাত ভরে আশীর্বাদ করতে। তিনি বলেন, সলমনের সঙ্গে সব সময় ঈশ্বর রয়েছেন। ঈশ্বর যেন তাঁদের মঙ্গল করেন, হাসপাতালের বেডে বসে সেই প্রার্থনাই জানিয়েছেন রাখীর মা।

উল্লেখ্য, এর আগেও কখনও কর্কট রোগে আক্রান্ত শিশুর পাশে দাঁড়িয়েছেন ভাইজান, আবার কখনও বা তাঁকে দেখা গিয়েছে দুঃস্থদের পাশে দাঁড়াতে।

Featured article

%d bloggers like this: