26 C
Kolkata

Sanchari Mondal: মাঝগঙ্গায় নাচে মত্ত সঞ্চারী ?


নিজস্ব প্রতিবেদন: বেশিরভাগ ধারাবাহিক প্রেমীরাই তাকে চেনে ভিলেন রূপেই। হ্যাঁ তিনি ভিলেন ঠিকই। তিনি হলেন দর্শকদের ইরাবতী। দর্শকের মধ্যে ইরাবতী চরিত্রটি এতটাই প্রভাব ফেলেছিল যে একাধিকবার দর্শকের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে।যদিও সেটা রিয়েল নয় রিল। ভাবছেন তো সে কে? বলার অপেক্ষাই রাখে না তিনি হলেন রিলের ইরাবতী তবে বাস্তবের মিষ্টি মেয়ে সঞ্চারী।

বর্তমানে একাধিক ধারাবাহিকের পরিচিত মুখ সঞ্চারী। বাংলা বিনোদন জগতের এক পরিচিত ও পছন্দের নাম হয়ে উঠেছে সে। খুব অল্প দিনের মধ্যেই দারুন জনপ্রিয় হয়ে উঠেছে সে ।অভিনয় তো আছেই অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেওবেশ একটিভ সে। মাঝেমধ্যেই উষ্ণ ছবি ভিডিও পোস্ট করে দর্শকদের মনোরঞ্জন করে সে।

কিন্তু কি কান্ড এবার মাঝ গঙ্গায় অভিনেত্রী সঞ্চারী? ভাবছেন তো মাঝ গঙ্গায় কি করছেন অভিনেত্রী। আসলে গঙ্গার বক্ষে নৌকায় নাচে মত্ত সে। পরনে হলুদ টপ খোলা চুল নৌকার উপর উঠ ‘দিল কে দারিয়া’ গানে উষ্ণ নাচ করলেন অভিনেত্রী। নিজের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে সেই নাচের ভিডিও পোস্ট করেছে সে। অভিনেত্রীর পোস্টে লাইকের বন্যা।

আরও পড়ুন:  Rajdeep Gupta: রাজদীপ এবার কিঞ্জল

Featured article

%d bloggers like this: