নিজস্ব প্রতিবেদন: কথাতেই বলে যে রাধে, সে চুলও বাঁধে। এই কথাটা বারবারই প্রমাণ করছেন টলিপাড়ার সেলেবরা। সেই তালিকা থেকে বাদ যাচ্ছে না অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। একাধারে সে যে রকম অভিনেত্রী অপরদিকে আবার প্রযোজকও। তবে, সবকিছুর পাশাপাশি ফ্যাশন ফিয়েস্থাও বটে সায়ন্তনী।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন সায়ন্তনী গুহ ঠাকুরতা। মাঝেমধ্যেই উষ্ণঅবতারে হাজির হন তিনি। এরই মাঝে সোশ্যাল মিডিয়া কাঁপছে ব্ল্যাক ক্যাট সায়ন্তনীতে।


অভিনেত্রী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ঢু মারলেই লক্ষ্য করা যাচ্ছে কালো পার্টি ওয়ারে সায়ন্তনী। অভিনেত্রী উষ্ণ পোশাক থেকে উন্মুক্ত তার বক্ষ খাঁজ। ছোট ড্রেস থেকে ওকে দিচ্ছে শান্তনির চকচকে হট লেগস। অভিনেত্রীর উষ্ণ ছবিতে নজরকাড়া কমেন্টসসে মন মুছতে বাধ্য আপনারও।