22 C
Kolkata

SBI: এবার ব্যাঙ্ক আসছে আপনার ঘরে,জানেন কিভাবে?

নিজস্ব প্রতিবেদন: বর্তমান যুগে কারুর হাতেই বেশি সময় নেই। সবাই ছুটছে তার নিজের মতো করে। ব্যাঙ্ক- এ গিয়ে লাইন দিতে ইচ্ছে করে না আর কারুর। তাইবার আপনি নয় ব্যাঙ্ক আসবে আপনার ঘরে।

বর্তমানের পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাহকদের সুবিধার্থে এবার বাড়ি গিয়ে টাকা দিয়ে আসবে ব্যাঙ্ক। প্রশ্ন হল কিভাবে? যদি আপনার টাকা তোলারও প্রয়োজন হয় তাহলেও আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকারই নেই যেতে হবে না এটিএম-এও যদি আপনি চান তবে আপনার বাড়িতে গিয়েই টাকা পৌঁছে দেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ ডেলিভারি এই পরিষেবায় আপনি দিনে একবার টাকা তুলতে পারেন। সর্বনিম্ম ১ হাজার টাকা ও সর্বোচ্চ ২০ হাজার টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডোরস্টেপ পিক-আপের মাধ্যমে চেক, চেক বইয়ের রিকুইজিশন স্লিপ, লাইফ সার্টিফিকেট সবটাই সংগ্রহ করবে ব্যাঙ্ক আপনারই বাড়ি থেকে। এই পরিষেবায় নগদ টাকা তোলারও সুবিধা পাবেন। এমনকি
অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার সুযোগও মিলবে।
টার্ম ডিপোজিটের স্লিপ, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ফর্ম ১৬ সার্টিফিকেট বাড়িতে পৌঁছে দেবে ব্যাঙ্ক।

আরও পড়ুন:  Shah Rukh Khan: ব্যাক টু ব্যাক ৯ ছবিতে ঝড় তুলতে আসছেন কিং খান
Fr


কিন্তু জানেন কি কিভাবে আপনি এই পরিষেবা পেতে পারেন? সম্প্রতি শোনা গিয়েছে এই পরিষেবা পাওয়ার জন্য টোল ফ্রি নাম্বার ১৮০০১১১১০৩ তে এসবিআই গ্রাহকদের ব্যাংকিং ডে তে সকাল ৯টা থেকে বিকেল ৪টের মধ্যে ফোন করতে হবে। তারপর সকাল ৯টা থেকে বিকেল ৫টা-র মধ্যে কখন আপনি ডোর স্টেপ পরিষেবা নিতে চান তা আপনাকে জানাতে হবে। এরপরে শেষ চারটি সংখ্যা জানাতে হবে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের পরিষেবা পাওয়ার জন্য ।আবেদন সম্পূর্ণ হলেই আপনি পেয়ে যাবেন একটি এসএমএস। আর তারপরেই ডোরস্টেপ ব্যাঙ্কিং এজেন্ট আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে।

Featured article

%d bloggers like this: