নিজস্ব সংবাদদাতা: পর্ন ভিডিও কাণ্ডে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। নরম পালঙ্ক ছেড়ে বর্তমানে শ্রীঘরে দিন কাটছে রাজের। জামাইবাবুর গ্রেফতারিতে ট্রোলের মুখে পড়তে হয়েছিল শ্যালিকা শমিতা শেট্টিকেও। অবশেষে রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন শিল্পার বোন।
মুম্বাই পুলিশের তরফে সাফ দাবি করা হয়েছে
‘হটশটস’ নামের এক মোবাইল ভিডিয়ো অ্যাপের মাধ্যমে মুম্বই এবং তার আশেপাশের এলাকায় শ্যুট করা পর্নোগ্রাফিক ভিডিয়ো ছড়িয়ে দিতেন শিল্পা শেট্টির স্বামী এমনটাই দাবি করেছে মুম্বাই পুলিশ। গত ১৯ জুলাই অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বাই পুলিশ গ্রেফতার করে রাজ কুন্দ্রাকে। এরই মাঝে নিম্ন আদালত গতকাল ম্যাজিস্ট্রেট কোর্ট খারিজ করে
শিল্পা শেট্টির স্বামীকে আরও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।
রাজ কুন্দ্রা গ্রেফতারিতে শুধু শিল্পাই নয় এই বিতর্কে নাম জড়িয়ে গিয়েছে অভিনেত্রীর বোন শমিতা শেট্টিরও। এরই মাঝে বৃহস্পতিবার টুইটারে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে শমিতা শেট্টি লেখেন, ‘কখনও কখনও আপনার মধ্যে শক্তি হয়ত সকলে দেখতে পায় না, কারণ তা বিরাট জ্বলন্ত শিখা হয় না। এটি কেবলমাত্র একটি ছোট্ট স্পার্ক যা ফিসফিস করে উজ্জীবিত করে তোলে। তুমি এটা পারবে চালিয়ে যাও। অন্য লোকেরা কীভাবে আপনার শক্তি বা এনার্জিটা গ্রহণ করবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যা বলবেন বা করবেন সেগুলি বুঝতে এই মুহুর্তে তারা যে সকল ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে সেটির লেন্স দিয়ে দেখবে আপনার সেই ভাবনাকে। যার সঙ্গে আপনার সম্পর্ক নেই। যথাসম্ভব আন্তরিকতা এবং ভালবাসার সাথে আপনার কাজটি আপনি চালিয়ে যান’।