নিজস্ব প্রতিবেদন: থ্রি এডিয়টসের রাজুকে মনে আছে? নরম মনের সেই ছেলেটা বাড়ির দায়িত্ব কাঁধে নিয়ে পড়তে এসেছিল শহরে। থ্রি এডিয়টসের রাজু রাস্তোগীকে ভোলেনি আজও কেউ। কিন্তু রাজুর পিছনের মানুষটা হলেন শরমন।

১৯৯৯ সালে শাবানা আজমি অভিনীত ছবি ‘গডমাদার’ ছবির হাত ধরে বলিউডে পা শরমনের। এরপর রাজকুমার সন্তোশী ‘লজ্জা’-তেও দেখা যায় তাকে। ধীরে ধীরে বলিউডে পরিচিতি হতে থাকে তার। কিন্তু একটা সাধারণ ছেলে থেকে অভিনেতা হয়ে ওঠার জন্য কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে শরমন জানায়,তার কাছে একটা ফিল্ম ডিরেক্টরি ছিল। অভিনয়ের সুযোগ পেতে পরিচালকদের যে তালিকা ছিল সেখান থেকে নম্বর নিয়ে ল্যান্ডলাইন থেকে ফোন করতেন। তখনও মোবাইল না আসায় পরিচালকরা ফোন ধরত। থিয়েটার করার সুবাদে ভিত তৈরি থাকায় অভিনয়ের মধ্যেই যে ছিল সে।
