18 C
Kolkata

এবার ঘাস ফুল শিবিরে মাথা গলাচ্ছেন শত্রুঘ্ন সিনহা

নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা ভোটের আগে থেকেই তৃণমূলে যোগ অব্যাহত। বিধানসভা ভোটের ফল প্রকাশের পরও বহু বিরোধী দল নেতারা যোগ দিয়েছে তৃণমূলে। এবার পালা
শত্রুঘ্ন সিনহার। কানাঘুষো শোনা যাচ্ছে একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভাতেই জোড়াফুলের নাম লেখাতে পারেন শত্রুঘ্ন সিনহা।

অভিনয়ের পাশাপাশি রাজনীতির মঞ্চেও নিজের নাম লিখিয়েছেন শত্রুঘ্ন সিনহা। ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লড়াই করলেও জয়ের স্বাদ পাননি শত্রুঘ্ন। এমনকি বিহারের পটনা সাহিব থেকে দু’বার বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন বলি অভিনেতা। এবার ঘাসফুল শিবিরে নাম লেখানোর পালা শত্রুঘ্ন সিনহার। একাধিকবার তার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায়। এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ২১ জুলাই কট্টর বিজেপি বিরোধী শত্রুঘ্ন সিনহা তৃণমূলে যোগ দিতে পারেন এমনটাই জল্পনা তুঙ্গে। তিনি তৃণমূলে যোগ দেবেন কি দেবেন না যদিও তা সময়ের অপেক্ষা।

আরও পড়ুন:  Mithai: এবার দর্শকেরা দেখবেন মিঠি-সিডের বিয়ে!

Featured article

%d bloggers like this: