নিজস্ব প্রতিবেদন: নতুন করে ফের বিপদ শিল্পা শেট্টির ঘরে পর্ন কাণ্ডে নাম জড়িয়ে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার
শ্রীঘরে যাওয়ার ঘটনা সকলেই জানে। আবারও মাথাচাড়া দিয়ে উঠল সেই ঘটনা।

গতবছর ১৯ জুলাই পর্ন ছবি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল রাজকুন্দ্রাকে। ‘হটশটস’ নামের এক মোবাইল ভিডিয়ো অ্যাপের মাধ্যমে মুম্বই এবং তার আশেপাশের এলাকায় শ্যুট করা পর্নোগ্রাফিক ভিডিয়ো ছড়িয়ে দিতেন রাজ কুন্দ্রা এই অভিযোগ তুলেছিল মুম্বাই পুলিশ রাজের বিরুদ্ধে। তারপর থেকে জেলেই ছিলেন রাজ কুন্দ্রা। যদিও পরে পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রাকে অন্তর্বর্তী জামিন দেয় বম্বে হাইকোর্ট। ৫০ হাজার টাকার বিনিময়ে শিল্পার স্বামীর জামিন দেয় মুম্বইয়ের আদালত।

তবে,এবার রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি মামলায় নতুন চার্চশিট প্রকাশ্যে। সেখানে রাজ কুন্দ্রা ও তার সহকারি শার্লিন চোপড়া, পুনম পান্ডে সহ একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে আরও কিছু প্রমাণ প্রকাশ্যে এনেছে মুম্বাই পুলিশ।
