নিজস্ব প্রতিবেদন : গত বছর শেষের দিক থেকেই বি টাউনে গুঞ্জন যে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি গাঁটছড়া বাঁধতে চলেছেন। আর তারপর থেকেই নানা ধরনের শোনা গিয়েছে। কখনো সোনা গিয়েছে যে টানা হয়তো চার দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। আবার কখনো জানা যাচ্ছে যে হয়তো চন্ডিগড় এ বসবে বিয়ের আসর।
আবার কিছুদিন আগেই জানা গিয়েছে যে ভিকি ক্যাটরিনা যেখানে বিয়ে হয়েছিল সেই রাজস্থানের জয়সালমীরের এক প্যালেস এই নাকি বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। তবে এত কিছুর মধ্যে এবার জানা যাচ্ছে যে অ্যামাজন প্রাইমে নাকি এই তারকা জুটি সম্পূর্ণ বিয়ে দেখা যাবে।
আসলে সম্প্রতি এই amazon prime এর সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করা হয়। যেখানে এই শেরশাহ জুটির ছবি এবং তার সঙ্গেই একটি, রাজপ্রাসাদের ছবি পোস্ট করা হয়। আর সেখান থেকেই গুঞ্জন শুরু যে, হয়তো বিয়ের সমস্ত ভিডিও স্বত্ব এই ওটিটি প্লাটফর্ম কি দিয়েছেন সিদ্ধার্থ কিয়ারা।