নিজস্ব প্রতিবেদন: আপাতত বলিউড জুড়ে বিয়ের মরশুম। আর বলার অপেক্ষায় রাখে না সেই বিয়ে বলিউডের দুই সুপারস্টারের। প্রতীক্ষার অবসান ঘটিয়ে চারহাত এক হতে চলেছে বলিউড তারকা কিয়ারা সির্দ্ধার্থর। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে নিয়ে চর্চা চলছে জোরকদমে। কিন্তু জানেন কি দম্পতির বিলাসবহুল বিয়ের বাজেট?

৪-৬ ফেব্রুয়ারি সাত পাক ঘুরবে সিদ্ধার্থ-কিয়ারা। তাদের বিয়ের ঘটকালি করতে চলেছে তারা। করণ জোহরকে জীবনের সব বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করেছেন জ্যোতিষী। কিন্তু আতিপাতি কোনও জায়গায় নয় তাদের বিয়ের আসর বসছে
জয়সলমেরের রাজকীয় প্রাসাদে। যদিও এই মুহূর্তে তা বুটিক হোটেল।

আর সেই হোটেলেই ভাড়া করেছেন সিদ্ধার্থ কিয়ারা দুই তারকা। সূর্যগড় প্রাসাদে তারা বিয়ে নিয়ে মুখ না খুললেও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের সেই বিয়ের প্রাসাদের ছবি। ২০২১ সালে শেরশাহ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল সিদ্ধার্থ কিয়ারাকে। সেই থেকে প্রেম এবার বিয়ে।

জানা গিয়েছে, প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে ১০০ অতিথির জন। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইট মতে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে এখানে। যার ভাড়া শুরু ২৮ হাজার থেকে।