নিজস্ব প্রতিবেদন: একটা সময় অভিনয় সৌন্দর্য নিয়ে চরচায় থাকলেও বর্তমানে বারবার প্রেম করা প্রেম ভাঙা বিয়ে করা নিয়ে চর্চায় রয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিয়ে ভাঙার পর চতুর্থ প্রেমের হাতছানি দেয় শ্রাবন্তীর মনে। কিন্তু গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল চতুর্থ প্রেমও বোধ হয় এবার ভাঙনের পথে।

বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছে কলকাতার কনফেকশনারি চেনের মালিক অভিরূপ নাগচৌধুরীর সাথে শ্রাবন্তীর সম্পর্কের গুঞ্জন। অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর মাখোমাখো সম্পর্কের নানান মুহুর্তের ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্ত শোনা যাচ্ছিল, শ্রাবন্তীর চতুর্থ প্রেমও ভাঙনের মুখে।

এই পরিস্থিতিতে মুখ খুললেন শ্রাবন্তীর প্রেমিক। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিরূপ একটি পোস্ট করে।সেখানে তিনি বিশেষ বান্ধবী শ্রাবন্তীর ছবি শেয়ার করে লেখেন ‘ধন্যবাদ’। যদিও এই বার্তা কিসের ইঙ্গিত তা জানা যায়নি।
