33 C
Kolkata

Srabanti Chatterjee: ইডির উৎপাতে মালদ্বীপ থেকে না ফেরার সিদ্ধান্ত শ্রাবন্তীর


নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই চর্চায় পার্থ চট্টোপাধ্যায় ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা। এসএসসি মামলায় নাম জড়ানোর পর থেকেই ইডি পিছন ছাড়ছেনা তাদের। এবার এই ঘটনায় কলকাতায় ফিরতে চাইছে না টি-টাউনের বাবলি গার্ল শ্রাবন্তী চট্টোপাধ্যয়।

এই মুহূর্তে কলকাতা ছেড়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছে শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই সেখান থেকে ছবি পোস্ট করছেন অভিনেত্রী। সম্প্ৰতি,সাদা শার্ট ও শর্টস পরে মালদ্বীপের সৈকতে হাজির হয়েছেন শ্রাবন্তী। ক্যাম লুকে নানান ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। কিন্তু সেই ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার অভিনেত্রী।

শ্রাবন্তীর এই ছবিতে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড়। কটাক্ষ করে অনেকেই অভিনেত্রীকে লেখেন, ‘আন্টি এই বয়সে এসব কী। সিঙ্গল মানুষকে এই ছবিগুলো তুলে দেয় কে’। এমনকি নেটিজনদের তরফে এও লেখা হয়, ‘এখন আসার দরকার নেই তোমার, এদিকে ইডির উৎপাত বেড়েছে’।

আরও পড়ুন:  Deepti Sharma : দীপ্তিকে মিথ্যাবাদী বলে বিতর্ক উস্কে দিলেন ইংরেজ অধিনায়ক

Featured article

%d bloggers like this: