25 C
Kolkata

Sreedevi: নিজের মৃত্যুর পর চীনে শ্রীদেবী

নিজস্ব প্রতিবেদন : ২০১২ সালে ভারতী মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনীত ইংলিশ ভিংলিশ ছবিটি। সেই ছবিতে অভিনেত্রী অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বমহলে। শ্রীদেবী অভিনীত সেই ছবিটি শ্রীদেবীর মৃত্যুর ১২ বছর পর ফিরছে চিনে।

গৌরী শিন্দের পরিচালনায় অভিষেকটি ১৫ বছরের অনুপস্থিতির পর শ্রীদেবীর ফিল্মে ফিরে আসাকে চিহ্নিত করেছিল। ইংলিশ ভিংলিশ ২০১৩ সালের জন্য সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কারে ভারতের সরকারী এন্ট্রি হয়ে যায়। ছবিতে আরও অভিনয় করেছিলেন আদিল হুসেন, সুমিত ব্যাস, প্রিয়া আনন্দ, সুলভা দেশপান্ডে এবং ফরাসি অভিনেতা মেহেদি নেবউ।

কমেডি-ড্রামাটিতে শ্রীদেবীকে একজন সাদাসিধা গৃহবধূ হিসেবে দেখানো হয়েছে, যিনি তার স্বামী এবং মেয়ের দ্বারা উপহাস করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ইংরেজি পাঠ নেওয়ার সিদ্ধান্ত নেন। তার নতুন ক্লাসে বন্ধুত্ব করার পর সে নিজের প্রতি আস্থা অর্জন করে।

আরও পড়ুন:  Aishwarya Rai Bachchan: পুরনো রাজকীয় বেশে কামব্যাক অভিষেক পত্নীর

Featured article

%d bloggers like this: