25 C
Kolkata

স্ত্রী মিথিলার জন্মদিনে ‘ভার্চুয়াল শুভেচ্ছা’ সৃজিতের

নিজস্ব সংবাদদাতা : ২৫মে, আজ মিথিলার জন্মদিন। কিন্তু বর্তমানে তিনি বাংলাদেশে কাজে ব্যস্ত। আর তাঁর স্বামী সৃজিত রয়েছেন কলকাতায়। সিনেমা-সিরিজ একগুচ্ছ কাজ নিয়ে তিনিও বেজায় ব্যস্ত রয়েছেন। মেয়ে আইরা বাংলাদেশে থাকলেও আপাতত মায়ের কাছে নয়, বরং সে রয়েছে বাবা তাহসানের কাছে। পরিবারের তিন সদস্য তিন জায়গায়।

এমতাবস্থায় এই বিশেষ দিনে সেলফোনই ভরসা। । ২৪ তারিখ ঘড়ির কাঁটা রাত ১২টা পেরনোর পরই স্ত্রী আর মেয়েকে একসঙ্গে সেই ভার্চুয়াল মাধ্যমেই ধরলেন পরিচালক। আর সেই মুহূর্তের ছবিই সোশ্যাল মাধ্যমে পোস্ট করে মিথিলাকে শুভেচ্ছা জানালেন সৃজিত। সেই ছবি তোলা হয়েছে মিথিলার দিক থেকে।

সেটা পোস্ট করেই ক্যাপশনে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৃজিত। স্ত্রীয়ের চির যৌবন কামনা করেছেন তিনি। আর পরিচালকের সেই পোস্টেই মিথিলাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন:  Simla Prasad: আইপিএস অফিসার থেকে সিনেমায় অভিনয়

Featured article

%d bloggers like this: