24 C
Kolkata

Star Jalsha: স্মৃতি ফিরল কি খড়ির!

নিজস্ব প্রতিবেদন : স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে দর্শকদের মন ভরিয়ে রেখেছে। অভিনেতা অভিনেত্রীদের অভিনয়, ধারাবাহিকের গল্প সব কিছুই দর্শকদের বেশ পছন্দের। তাই একসময় টিআরপি তারিখের রাজ করা এই ধারাবাহিক এখন রাজ না করলেও বেশ উপরের দিকেই রয়েছে এই ধারাবাহিকের নাম।

তবে বিগত কয়েকদিন ধরে, ভিআইপি তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে এই ধারাবাহিকের নাম। তাই, গল্পের নানা রকম মোড় এনে দর্শকদের মন কাটতে চাইছে সকলে। আর সেই জন্যই দেখানো হয়েছে, নায়িকা অর্থাৎ খড়ির স্মৃতিভ্রম হয়েছে। ভুলে গেছে পুরনো সমস্ত স্মৃতি। সেই স্মৃতি এবার ফিরে আসার পালা। সম্প্রতি একটি প্রোমো সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে খড়ির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে মৈনাকের। এবং ঋদ্ধির সঙ্গে তানির।

আরও পড়ুন:  Shah Rukh Khan: ব্যাক টু ব্যাক ৯ ছবিতে ঝড় তুলতে আসছেন কিং খান

তবে ঠিক বিয়ের আগের মুহূর্তেই জলে তলিয়ে যায় ঋদ্ধি এবং খড়ি। তবে কোনরকমে প্রাণে বেঁচে গেলেও জঙ্গলের মধ্যে এসে পড়ে তারা দুজন। সেখানেও তাদেরকে ধরার জন্য লোক ধাওয়া করলে তারা পালাতে থাকে। তবে একসময় এসে তাদেরকে ধরে ফেলেই বন্দুক তাক করে ঋদ্ধির দিকে। আবারো একই ঘটনার পুরনাবৃত্তি। আর সেখান থেকে সকলে ধারণা করছেন হয়তো সমস্ত ঘটনা মনে পড়বে ইশা রুপি খড়ির।

Featured article

%d bloggers like this: