28 C
Kolkata

Subha Bijoya: বনি-কৌশানির ‘শুভ বিজয়া’


নিজস্ব প্ৰতিবেদন: পুজোর আগেই ‘শুভ বিজয়া’ জানিয়ে দিয়েছেন রিল রিয়েল কাপেল বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। পরিচালক রোহন সেনের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি ‘ শুভ বিজয়া ‘। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। আর সেই শুটিংয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিনেতা বনি। এই ছবিতে জোড়া চমক। ‘ শুভ বিজয়া ‘ পারিবারিক ঘরানার এই ছবিতে বনি- কৌশাণীকে বিবাহিত জুটির ভূমিকায় দেখা যাবে। সঙ্গে এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়কে।

Featured article

%d bloggers like this: