28 C
Kolkata

ছেলে বড়ো হতেই ফের অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধলেন শুভশ্রী

নিজস্ব সংবাদদাতা: গত বছরেই মা হয়েছেন রাজ ঘরনী শুভশ্রী। প্রায় এক বছর হতে চলল রাজ-শুভশ্রী পুত্র ইউভানের বয়স। ছেলে বড়ো হতেই মাতৃত্বকালীন বিরতি শেষে শুটিং ফ্লোরে শুভশ্রী।

সবেমাত্র মা হওয়ার জেরে বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছে রাজ ঘরণীর। ওজন বাড়লেও নেটিজেনদের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে ইতিমধ্যে একটি ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন শুভশ্রী। শুধু রিয়েলিটি শো নয় এবার ছবির শ্যুটিং- এ ফিরলেন মাম্মা শুভশ্রী।

২০১৪- র পর প্রায় সাত বছর কাটিয়ে রুপোলি পর্দায় ফের ফিরতে চলেছে অঙ্কুশ-শুভশ্রী জুটি। কারণ ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে অভিনেতা অঙ্কুশকে।পরিচালক বাবা যাদবের নতুন সুপারন্যাচারাল থ্রিলারে ফের ধরা দেবেন এই জুটি। সোমবার কলকাতার স্বভূমিতে ছবির শুটিং শুরু করলেন অঙ্কুশ-শুভশ্রী।

আরও পড়ুন:  Stranger Things: কোন চরিত্রের মৃত্যু হতে পারে Stranger Things 5-এ

Featured article

%d bloggers like this: