25 C
Kolkata

Subhashree Ganguly:এবার ভাতের হোটেল খুলছে শুভশ্রী?


নিজস্ব প্রতিবেদন: অভিনয়ের পাশাপাশি বর্তমানে কঠোর হাতে সংসারও সামলাচ্ছেন টলি-কুইন শুভশ্রী। ছেলে ইউভান আর স্বামী রাজকে নিয়ে সুখে সংসার তার। কিন্তু কি কান্ড এবার নাকি ভাতের হোটেল খুললেন শুভশ্রী?

কি ভাবছেন সত্যিই ভাতের হোটেল খুলেছে শুভশ্রী? অভিনেত্রী ভাতের হোটেল খুলছে ঠিকই তবে সেটা রিয়েল নয় রিল। আসলে দেবালয় ভট্টাচার্যর হাত ধরে আসতে চলেছে নতুন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই নতুন ছবি ‘ইন্দুবালা ভাতের হোটেল’। শুভশ্রী ছাড়া এই সিরিজে দেখা যাবে স্নেহা চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী সহ প্রমুখকে।কলকাতা, বাংলাদেশ বিভিন্ন জায়গায় মিলিয়ে শুটিং হবে এই সিরিজের। এই প্রথম সিরিজে রাজ ঘরনী শুভশ্রীর।

Featured article

%d bloggers like this: