নিজস্ব প্রতিবেদন : মনে আছে সেই মিষ্টি হাসির চারুলতাকে! জি বাংলায় একসময় চারুলতা চরিত্রটি বিপুলভাবে জনপ্রিয়তা পায়। আর তার সাথেই সুদীপ্তা রায় হয়ে যায় সকলের ঘরের মেয়ে। সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে আবারো তাকে দেখা যায় ক্ষীরের পুতুল ধারাবাহিকে। তবে সেই ধারাবাহিক দর্শকদের মনে বিশেষ তেমন জায়গা করতে পারেনি।


আর সেই জন্যই মাত্র চার মাসে বন্ধ হয়ে যায় সেই শো। কিন্তু তারপর থেকে কোথাও যেন হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। দীর্ঘ দুই বছরের ছুটি কাটিয়ে ফের ক্যামেরার সামনে হাজির সুদীপ্তা। পুরোদস্তুর প্রেমের কাহিনী নিয়ে একটি ধারাবাহিক আস্তে চলেছে কালার্স বাংলায়। নাম ‘ফেরারি মন’। সুদীপ্তার বিপরীতে অভিনয় করছেন জয় জগন্নাথ খ্যাত অর্থাৎ সেই ধারাবাহিকের মুখ্য চরিত্রে যিনি অভিনয় করতেন বিপুল পাত্র।
টলিপাড়ায় এই নতুন ধারাবাহিক নিয়ে তেমন কোন গুঞ্জন শোনা যায়নি। কিন্তু হঠাৎ করি এই ধারাবাহিকের প্রোমো দেখে উৎসাহিত হয়ে পড়েন দর্শকেরা। প্রথম ঝলকেই এই জুটি বাজিমাত করে দিয়েছে। এই নতুন জুটির রসায়ন দর্শকদের নজর কেড়েছে। সুতরাং এবার অপেক্ষার পালা এই ধারাবাহিক কবে থেকে দর্শকেরা দেখতে পান।