নিজস্ব প্রতিবেদন: টলিপাড়ার অন্যতম উষ্ণ অভিনেত্রীদের মধ্যে একটি নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। যত দিন বাড়ছে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিনেত্রীর গ্ল্যামার। একেই শহর জুড়ে শীতের মরশুম। হালকা শীতের আবহের মাঝেই গা গরম করা পোস্ট উষ্ণ স্বস্তিকার।

অভিনয় তো আছেই,অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডয়ায় বরাবরই একটিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের উষ্ণ ছবি দর্শকদের সামনে তুলে ধরেন সে। আর এবার স্বস্তিকার উন্মুক্ত ক্লিভেজে মন হারাল দর্শকরা। অভিনেত্রীর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ঢু মারলেই দেখা যাচ্ছে একটি রিলে সাদা রঙের ট্রান্সপারেন্ট অর্গ্যাঞ্জা শাড়িতে স্বস্তিকা। সাদা নেটের শাড়ি জুড়ে গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্ট। ডিপ নেক ব্লাউজের ফাঁক থেকে উন্মুক্ত স্বস্তিকার ক্লিভেজ। ছোট খোলা চুল, হালকা মেকাপে স্বস্তিকার উষ্ণতায় মন হারিয়েছেন বহু দর্শক।