29 C
Kolkata

The Eken Ruddhaswas Rajasthan: সব্বনাশ! কলকাতা ছেড়ে ‘রুদ্ধশ্বাস রাজস্থান’- এ ছুটলেন ‘একেন বাবু’

নিজস্ব প্রতিবেদন:ফেলুদা ব্যোমকেশ তো আছেই। তাদের পাশাপাশি তারও কদর কম নয়। খানিকটা জটায়ুর মত দেখতে সর্বদাই হাসিখুশি মানুষটাই যে দর্শকদের ‘একেন বাবু’। মোবাইলের গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় নাম লিখিয়েছেন ‘একেন বাবু’। কিন্তু কলকাতার পাঠ ঢুকিয়ে এবার রাজস্থানে ছুটলেন ‘একেন বাবু’।

তার কি আর মন টিকছে না কলকাতায়? ‘একেন বাবু ‘ ওয়েব সিরিজের বিভিন্ন পার্ট বেশ জনপ্রিয় নেটপাড়ায়। ‘একেনবাবু’ ঢাকায় জটিল রহস্য ‘ও ঢাকা রহস্য’ – এ কিভাবে সমাধান করেছিলেন সেটা জানতে বেশ ভিড় জমিয়েছিল ওয়েব সিরিজ প্রেমীরা। যদিও, ‘একেনবাবু’- র এখন বাজার গরম। ওটিটি প্ল্যাটফর্মে সাফল্যের পর বড়পর্দায় ‘একেন বাবু’। তবে আর কলকাতা বাংলাদেশ নয় এবার ‘রুদ্ধশ্বাস রাজস্থান’- এ ‘একেন বাবু’।

আরও পড়ুন:  রমজানের চতুর্থ দিনেই মা হলেন অভিনেত্রী মাহিয়া!

মুক্তি পেল ‘রুদ্ধশ্বাস রাজস্থান’- এর ট্রেলার। তবে সিনেমায় পা দিয়েই বেশ গম্ভীর হয়ে গিয়েছে সে। দার্জিলিং পাহাড়ে টান টান উত্তেজনার এবার ‘দ্য একেন বাবু’ হাজির রাজস্থানে রাজধানী করতে। আসলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। তাই একেন বাবু ঘুরতে গিয়েও রহস্য উন্মোচনে ব্যস্ত। কোনও না কোনও দায়িত্ব এসে পড়ে তাঁর কাছে। রাজস্থানে গিয়েও বাপি ও প্রমোথকে সঙ্গে নিয়ে মরুভূমিতে রহস্যের সমাধান করবে একেন বাবু।


Featured article

%d bloggers like this: