26 C
Kolkata

Ranveer-Alia: পিছিয়ে গেল রণবীর আলিয়ার ছবি মুক্তির তারিখ

নিজস্ব প্রতিবেদন : গালি বয় এর পর থেকেই রণবীর আলিয়া জুটিকে আবার পর্দায় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সকলে। সকলেই জানতো যে দীর্ঘদিন পর এই জুটির হাত ধরে ফের একবার পরিচালনায় ফিরতে চলেছেন কারণ জোহার। তবে এই ছবি মুক্তির দিন দিনে দিনে পিছিয়ে যাচ্ছে।

চলতি মাসের ১০ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল রকি অউর রানী কি প্রেম কাহানি। তবে সেই দিন পিছিয়ে এপ্রিলে মুক্তি পাওয়ার কথা হলেও এবার শোনা যাচ্ছে জুলাইয়ে মুক্তি পাবে এই ছবিটি। ছবি মুক্তির নতুন তারিখ অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক নিজেরাই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তাদের অনুরাগীদের।

আরও পড়ুন:  Shibpur Movie: 'শিবপুর '-এ স্বস্তিকা-পরম জুটি !

রণবীর আলিয়া ছাড়াও এই ছবিতে দেখা যেতে চলেছে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, এবং শাবানা আজমিকে। এছাড়াও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে চলেছে বাঙালি অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এই ছবির গল্প লিখেছেন ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়।

Featured article

%d bloggers like this: