24 C
Kolkata

‘ডান্স বাংলা ডান্সে’ অঙ্কুশের জায়গায় এবার আবির, হঠাৎ পরিবর্তনের কারণ কি!

নিজস্ব সংবাদদাতা: বর্তমানে’ ডান্স বাংলা ডান্সে’ – র সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছিল অভিনেতা অঙ্কুশ এবং বিক্রমকে। অঙ্কুশ-বিক্রম জুটির সঞ্চালনায় মেতে উঠতো ‘ডান্স বাংলা ডান্সে’-র মঞ্চ। যদিও অনেক সময়ে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের সঞ্চালনাকে ‘ ভারামো’ বলে কটাক্ষ করে নেটিজেনরা। সেইসব গুঞ্জনের মাঝেই এবার ‘ডান্স বাংলা ডান্স’ থেকে সরলেন অঙ্কুশ। অঙ্কুশের জায়গা নিচ্ছে অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।

কিছুদিন আগেই ‘সারেগামাপা’-য় সঞ্চালনা করে বেশ সুনাম হয় আবির চট্টোপাধ্যায়ের। একই চ্যানেলে ‘ডান্স বাংলা ডান্সে’ সঞ্চালনা করছিলেন অঙ্কুশ। কিন্তু ‘ডান্স বাংলা ডান্সে’ অঙ্কুশ এখন অতীত তার জায়গা নিচ্ছে আবির? কারণ গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় শ্যুটের ছবি ঘিরে শুরু হয়েছে জলঘোলা। যেখানে জিত-বিক্রমদের পাশে হাঁসি মুখে পোজ দিতে দেখা গিয়েছে আবির চট্টোপাধ্যায়কে। বিক্রমের সঙ্গে আবিরকে সঞ্চালনা করতে অঙ্কুশের বাদ পড়া নিয়ে টলিপাড়ায় তুঙ্গে তরজা।

আরও পড়ুন:  Aishwarya Rai Bachchan: পুরনো রাজকীয় বেশে কামব্যাক অভিষেক পত্নীর

তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয় অঙ্কুশ সাফ জানিয়েছে,আপাতত তিনটি এপিসোডে অঙ্কুশের বদলে সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরে ভাইরাল জ্বর অঙ্কুশের। আর সেই জন্যই ‘ডান্স বাংলা ডান্স’-র শুটিং থেকে বিরতি নিয়েছেন তিনি। সুস্থ হলেই ফের শুটিংয়ে ফিরবেন অভিনেতা।

Featured article

%d bloggers like this: