নিজস্ব প্রতিবেদন: ‘ চিরদিনই তুমি যে আমার ‘ ছবির মাধ্যমেই টলিউডে পা রেখেছিলেন দেব। এরপর চ্যালেঞ্জ, পাগলু একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে দর্শক মনে পাকাপাকি জয়গা করে নিয়েছিলেন সে। অভিনয় করার পাশাপাশি নাচটাও বেশ ভালো কো করেন অভিনেতা। কিন্তু গান? গানও কি গাইতে পারেন দেব?

আগেরকার সময় যে কোনও হিট হিরোকে মঞ্চে উঠে গান গাইতে হত। সে হোক সুরে বেসুরে। আবারও ফিরল সেই দিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেবের একটি ভিডিও। যেখানে দেবের গানে কান ঝালাপালা সকলের।



সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্টেজ শোয়ে দেব গান গাইছে। দেবের কন্ঠে শোনা গেল ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র ‘চোখের জলে ভাসিয়ে দিলাম’ গান। মাইক্রোফোন হাতে নিয়ে দেব গানটি গাইতেই ট্রোলের মুখে অভিনেতা। মিউজিকের সাথে মিলছিল না তার সুর-তাল-লয়।