21 C
Kolkata

Tollywood: বোধনের আগেই বিসর্জন !

নিজস্ব প্রতিবেদন : পুজো আসবো আসবো এই অনুভূতিটা যতটা ভালো তার থেকে অনেক বেশি কষ্ট দেয় পূজো এসে গেলে। মা এসে গেলেই যাওয়ার দিন গোনা শুরু। মাত্র কয়েকটা দিন মাকে কাছে পাওয়া যায়। তবে এবারে মহালয়ার দিনই মাকে বিজয়া জানালেন বনি কৌশানি। শুধু এই তারকা জুটি নয়, চোখে জল নিয়ে মাকে বিদায় জানালেন চূর্ণী গাঙ্গুলী এবং কৌশিক গাঙ্গুলিও।

কি ভাবছেন হঠাৎ করে পুজো শুরু হওয়ার আগেই কেন বিদায় জানালেন মা দুর্গা কি সকলে! আসলে পুরো ঘটনাটাই ঘটেছে রোহান সেন পরিচালিত শুভ বিজয়া সিনেমাতে। সেখানে দেখা যাচ্ছে সকলের মধ্যে ভালোবাসা থাকলেও মান অভিমানের লড়াই চলছে। আর ঠিক তারই মধ্যে দশমীর দিনে মাকে বিদায় জানাতে ব্যস্ত সকলে। কেউ চোখের জলে মাকে বিদায় জানাচ্ছেন, আবার কেউ ভাষার নাচে মন দিয়েছেন।

আরও পড়ুন:  Alia Bhatt: মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে আলিয়া

আবার অনেকে শান্তভাবে তাকিয়ে আছেন মায়ের মুখের দিকে। হয়তো বলতে চাইছেন আর কয়েকটা দিন মা থেকে গেলে পারতে। এই সিনেমা বহুদিন ধরে দেখবার জন্য সকলে অপেক্ষা করে আছে। অবশেষে অপেক্ষার অবসান জানিয়ে মহালয়ার দিনে মুক্তি পেল ছবির টিজার। টিজার মুক্তি পাওয়ার পরেই, দর্শকদের ভালবাসা কুড়িয়েছে, এই ছবির প্রত্যেকটি চরিত্র।

Featured article

%d bloggers like this: