নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ছোটপর্দার অতিপরিচিত একটি মুখ অভিনেত্রী তন্বী লাহা রায়। নিজের অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন জিতে নিয়েছে সে। মিঠাই ধারাবাহিকের অন্যতম চর্চিত নাম বাস্তবের তন্বী ওরফে রিলের তোর্সা।

‘ মিঠাই ‘ ধারাবাহিকে গল্প অনুযায়ী তন্বী ওরফে রিলের তোর্সার যেকোনো মূল্যে মিঠাইয়ের কাছ সিদ্ধার্থকে নিজের করে নেওয়া একমাত্র লক্ষ্য তার। রিলের ভিলেন তন্বী বাস্তবের মিষ্টি মেয়ে।



অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ তন্বী। মাঝেমধ্যেই নিজের ভাব দর্শকদের সঙ্গে ভাগ করে নেয় সে। এই মাসে বালিয়ারির মাঝে হাজির তন্বী। সাদা পোশাকে খোলা চুলে এক রাশ বালির মাঝে বসে বাজি মাখছে তন্বী। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সমুদ্র ভালোবাসা’ । আসলে শুটিং থেকে ফুরসত পেতেই পুরীতে হাজির তন্বী।