24 C
Kolkata

Trina Saha – বলিউডে এবার গুনগুন?

নিজস্ব প্রতিবেদন : কিছুদিন আগেই ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রেখেছেন সকলের প্রিয় গুনগুন ওরফে তৃনা সাহা। তবে এবার টলিপাড়ায় জোর গুঞ্জন তিনি পা রাখতে চলেছেন বলিউডে। আর হবে নাই বা কেন তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে আস্ত একটা রীল ভিডিও শেয়ার করে নিয়েছে তাঁর ভক্তদের সঙ্গে।

ইশ্ক ওয়ালা লাভ গানের সঙ্গে তৃনার সঙ্গে পা মেলালেন বলিউডের হার্টথ্রব। আর তা দেখেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে উত্তেজনার তৈরী হয়েছে। তবে আসলে বেশ কয়েকদিন আগেই অভিনেত্রী মুম্বাই গিয়েছিলেন একটি টিভিসি শুট করতে। সেখানেই আলাপ হয়েছে বলেই আসা করছেন অনেকে।

জোশ এপটি ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে। তারই একটি এড শুট বাংলাকে প্রেসেন্ট করতে মুম্বাই পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী আর তখনই সকাজের ফাঁকে বানিয়ে ফেলেন এই রীল ভিডিওটি।

আরও পড়ুন:  ISRO:ভারতের মুকুটে নয়া পালক, ব্রিটেনের সংস্থার ৩৬ স্যাটেলাইটকে নিয়ে মহাকাশে পাড়ি সর্ববৃহৎ LVM3 রকেটের

Featured article

%d bloggers like this: