নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন ধরেই চর্চা শিরোনামে নামে ছিল কিং খান অভিনীত পাঠান। ছবি মুক্তির আগেই ছবি নিয়ে একাধিক সমালোচনা, এমনকি বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। যদিও পাঠানে বাদশাহী রূপে ফিরেছেন বলিউড বাদশা। বক্স অফিস কাঁপছে পাঠান রাজে। কিন্তু তবুও থামছে না বিতর্ক। এবার প্রযোজক পরিচালকদের সতর্ক করলেন আদিত্যনাথ।

বিশ্বজুড়ে ক্রমেই ছুটছে ‘পাঠান’- র বিজয় ঝড়। গোটা বিশ্বের বক্স অফিসের ঝড় যেন আর থামতেই চাইছে না। ছবি মুক্তির ১১তম দিনে বক্স অফিসে ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে ‘পাঠান’। কিন্তু ছবি মুক্তির আগেই ছবির গান ‘বেশরম রং’-এ দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে উঠেছিল বিতর্ক। বিক্ষোভের, বয়কট নানা ডাক দেওয়া হয়েছিল পাঠান বিতর্কে। এমনকি ঘটনার পর বলিউড তারকারা এক জায়গায় হয়ে বৈঠকেও বসে।

এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলিউডের অভিনেতা বনি কাপুর, গোরক্ষপুরের লোকসভা সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ, ভোজপুরী অভিনেতা দীনেশ লাল নিরহুয়া, সঙ্গীতশিল্পী সোনু নিগম, কৈলাশ খের, অভিনেতা সুনীল শেট্টি, প্রযোজক-পরিচালক চন্দ্র প্রকাশ দ্বিবেদী, মধুর ভান্ডারকর ও রাজকুমার সন্তোষী সহ প্রমুখ বিশিষ্টজনেরা সেই বৈঠকও সারেন। তবে, আরও একবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পাঠান নিয়ে সতর্ক করেন। সম্প্রতি আদিত্যনাথ এ প্রসঙ্গে জানান, ‘সিনেমা তৈরির সময় পরিচালকদের সচেতন থাকা উচিত। শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি তৈরির ক্ষেত্রে প্রযোজক পরিচালকদেরও সাবধানী হওয়া দরকার। এমন কোনও ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করে’।
