22 C
Kolkata

Urfi Javed: কাগজের টুকরোই নাকি পোশাক !

নিজস্ব প্রতিবেদন : গরমে নিজেকে ঠিক রাখতে পারছেন না উরফি জাভেদ, তা তার পোশাকেই ধরা পড়েছে। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। সম্প্রতি সাদা পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে। টুকরো টুকরো কাপড়ের খন্ড জুড়েই এবার পোশাক বানিয়ে পরে নিয়েছেন উরফি জাভেদ।

https://www.instagram.com/reel/Cc0EI9qIkCj/?utm_source=ig_web_copy_link

হাই থাই স্লিট পোশাকে বেরিয়ে রয়েছে উরু। তবে শুধু উরুই নয়, উরুর খাঁজও স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। ছবি ভাইরাল হতেই একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ফ্যাশন নিয়ে আপনার যেখানে চিন্তা ভাবনা শেষ হয়, ঠিক সেখান থেকেই নয়া ভাবনা শুরু করেন উরফি জাভেদ।

সম্প্রতি ফের নয়া লুক নিয়ে এক্সপেরিমেন্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি জাভেদ, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।প্রচন্ড গরমের মধ্যে যে নিজেকে ঠিক রাখতে পারছেন না উরফি জাভেদ, তা তার পোশাকেই ধরা পড়েছে। বেশিরভাগ সময়েই অন্তর্বাস ছাড়াই ক্যামেরায় সামনে পোজ দেন উরফি জাভেদ। সম্প্রতি সাদা পোশাকে দেখা গিয়েছে উরফি জাভেদকে।

আরও পড়ুন:  Chicken Reshmi Kabab Recipe: Sunday স্পেশাল, কফির সাথে বানিয়ে ফেলুন চিকেন রেশমি কাবাব

Featured article

%d bloggers like this: