24 C
Kolkata

Urvashi Rautela: জানেন উষ্ণ উর্বশীর উচ্চতম হাইটের পিছনে লুকিয়ে আছে কোন রহস্য

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে উঠেছেন উর্বশী। তার রূপের জাদুতে মাতোয়ারা অনুরাগীরা। মিস ডিভা ইউনিভার্স তিনিই। বলিউডেও রাজত্ব করেছেন নিজের গ্ল্যামারাস লুক নিয়ে। রূপোলি পর্দায় সনম রে, ভার্জিন ভানুপ্রিয়া এবং হেট স্টোরি ৪-এর মতো ছবিতে তার অভিনয় দক্ষতা দেখে সকলেই তার ফ্যান হয়ে গিয়েছেন।

যতদিন এগোচ্ছে ততোই যেন উর্বশীর গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে। তবে বেশ কিছু সিনেমায় ছবিতে উর্বশীর উচ্চতা দেখে অবাক হয়েছেন নেটিজেনররা। কিন্তু জানেন কি ঊর্বশীর আসল উচ্চতা। উর্বশী বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। তাঁর নিজস্ব একটা ফ্যাশন স্টেটমেন্ট রয়েছে যার জন্যই মানুষ তাঁকে এক ডাকেই চেনে। উর্বশী সাহসী দৃশ্যেও অভিনয় করতে পিছপা হন না।

তবে সেভাবে অভিনয়ে নাম না করলেও মডেলিংয়ে তিনিই সেরা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কিভাবে সোশ্যাল মিডিয়ায় অনুরাগী দের মনের মনিকোঠায় জায়গা করে তা ভালোভাবেই জানেন উর্বশী। সোশ্যাল মিডিয়াতে সাড়ে ৩৩ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর। ঝড়ের গতিতে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয় উর্বশীর যেকোনও ভিডিও। যদিও অনেকেই জানতে চায় উর্বশীর উচ্চতার রহস্য। ছিপ ছিপে চেহারার সুন্দরী অভিনেত্রী বাস্তবে ৫ ফুট ৮ ইঞ্চির। যদিও এই অভিনেত্রী বেশিরভাগ সময়ই হিল জুতো পড়েন। তাই তার উচ্চতা আরও বেশি মনে হয়।

আরও পড়ুন:  Signs Before Death : পদশব্দ, নির্দিষ্ট সংকেত পেলেই বুঝতে হবে এগিয়ে আসছে মৃত্যুর দিন


Featured article

%d bloggers like this: