গত মাসে মালদায় এক সভা থেকে ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী বৃত্তি’ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাঁচলার দুয়ারে সরকার ক্যাম্প থেকে পড়ুয়াদের হাতে তা তুলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। হাওড়ার পাঁচলায় এই কর্মসূচির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ওই শিবির থেকে ওবিসি পড়ুয়াদের হাতে ‘মেধাশ্রী বৃত্তি’ তুলে দিতে পারেন বলেও সূত্রের খবর। এ জন্য আবেদনের পর আটকে থাকা শংসাপত্রগুলি দ্রুত দিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব।এছাড়াও ৯ ফেব্রুয়ারি-র ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবির থেকে ‘স্বাস্থ্যসাথী কার্ড’ বিতরণও করা হতে পারে বলে খবর। এ ছাড়া এই প্রকল্পগুলির সুবিধা পাওয়ার ক্ষেত্রে যে সব অভিযোগ রয়েছে তার নিস্পত্তি করা হবে।প্রসঙ্গত, ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প ইতিমধ্যে কেন্দ্রের প্রশংসা পেয়েছে, প্রযুক্তি মন্ত্রকের প্লাটিনাম পুরস্কার পেয়েছে এই প্রকল্প। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে থেকে এই পুরস্কার নিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এখনও পর্যন্ত ৬ কোটি ৭০ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই প্রকল্পের সুবিধা।
BREAKING : ৯ ফেব্রুয়ারি ফের শুরু ‘দুয়ারে সরকার’, পাঁচলায় উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
