24 C
Kolkata

বাজেট ২০২৩ LIVE UPDATES

২০২৪ লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

বাজেটের সব আপডেটের জন্য নজর রাখুন (LIVE UPDATE) –

বেলা ১২.৩৭ : বাজেট ঘিরে বিনিয়োগকারীদের প্রত্যাশার পারদ চড়ছিল। সেই ট্রেন্ড বজায় রেখে বাজেট পেশের পর ঊর্ধ্বমুখী শেয়ার বাজার।

বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

বেলা ১২.৩২ : আগে ৫ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হত না। ৫-৭.৫ লক্ষে আয়কর ছিল ১০ শতাংশ। ৭.৫-১০ লক্ষ পর্যন্ত আয়ে কর দিতে হত ১৫ শতাংশ। ১০-১২.৫ লক্ষে আয়কর ২০ শতাংশ। ১২.৫-১৫ লক্ষ আয়ে কর ছিল ৩০ শতাংশ।

বেলা ১২.২৪ : আয়করে ছাড় বাড়ল। ৫ লক্ষ থেকে বেড়ে হল ৭ লক্ষ। আয়করের হারও বদলাল। ০-৩ লক্ষ পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। ৩-৬ লক্ষ আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬-৯ লক্ষে আয়ক ১০ শতাংশ। ৯-১২ লক্ষ আয়ে কর ১৫ শতাংশ। ১২ থেকে ১৫ লক্ষ আয়ে কর ২০ শতাংশ। 

বেলা ১২.১৫ : আয়কর রিটার্ন ব্যবস্থা আরও সরল হবে। কমে হল ১৬ দিন।

বেলা ১২.১১ : সোনা, প্ল্যাটিনাম, রূপোর উপর আমদানি শুল্ক বাড়ছে। কম্পাউন্ডেড রবারের উপর আমদানি শুল্ক বাড়ল। সিগারেটের উপর কর বাড়ছে। ফলে বাড়বে দাম। 

বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

বেলা ১২.১০ : করে ছাড়। দাম কমবে ইলেকট্রিক গাড়ি। দাম কমতে পারে বায়োগ্যাসের। মোবাইলের যন্ত্রাংশের, টেলিভিশনের যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ, ক্যামেরার লেন্স, ব্যাটারি, খেলনা শুল্কে ছাড়। কমতে দেশে তৈরি মোবাইলের দাম। কিচেন চিমনির উপর কর ছাড়। শিল্পে ব্য়বহৃত অ্যালকোহলে কর ছাড়। 

বেলা ১২.০৫ : মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট চালু। সর্বোচ্চ জমার পরিমাণ ২ লক্ষ।রাখতে হবে ২ বছর। তাহলে সেভিংসে সুদের হার ৭.৫ শতাংশ। সিনিয়র সিটিজেন সেভিংসে বিনিয়োগ বেড়ে ৩০ লক্ষ। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যাবে। এতদিন ৯ লক্ষ টাকা রাখা যেত।

বেলা ১২.০০ : ৭৫ হাজার কোটি বরাদ্দ পরিবহণ খাতে।

সকাল ১১.৫৫ : ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য ২ লক্ষ কোটির ঋণ। ৭ হাজার কোটি ক্রেডিট গ্যারান্টি স্কিম। ছোট শিল্পের সুদের হার কমাতে বিশেষ উদ্যোগ। ইউটিলিটি মলে বিক্রি হবে হস্তশিল্প। 

আরও পড়ুন:  Rahul Gandhi: সোনিয়া পুত্র উচ্ছেদে তৎপর হাউজিং কমিটি !

সকাল ১১.৫৪ : আরও ৫০ পর্যটন কেন্দ্রের পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আশ্বাস। দেখ আপনা দেশ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। স্বদেশ দর্শন স্কিমও চালু হবে। ধর্মীয় উৎসবকে মাথায় রেখে তৈরি হবে পর্যটন প্রকল্প।

সকাল ১১.৫২ : যুব সমাজের দক্ষতা বিকাশে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ৪.০ আনা হচ্ছে। দেশজুড়ে আন্তর্জাতিক মানের ৩০টি দক্ষতা বিকাশ কেন্দ্র হবে। আগামী ৩ বছর এই প্রশিক্ষণ চলবে। 

বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সকাল ১১.৪৪ : সবুজায়নের জোর। তাই শক্তি রূপান্তরের খাতে ৩৫ হাজার কোটি বরাদ্দ। ২০৭০ সালের মধ্যে কর্বন নির্গমন শূন্য় করার লক্ষ্য।  গ্রিন হাইড্রোজেন মিশনের ঘোষণা। ১৯ হাজার কোটির বেশি বরাদ্দা। উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য বাড়াতে ‘মিষ্টি’ প্রকল্পের ঘোষণা। বৃক্ষরোপণ হবে ১০০ দিনের কাজের মাধ্যমে।  বিকল্প সার ব্যবহারে উৎসাহ দিতে ‘পিএম প্রণাম’ প্রকল্প। কেন্দ্র ও রাজ্য সরকারের দূষণের জন্য় দায়ী গাড়ি ও অ্য়াম্বুল্য়ান্স বদলে বিশেষ ব্যবস্থা। রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র। 

সকাল ১১.৪১ : ব্যাংকে বারবার কেওয়াইসি দেওয়া বন্ধ করতে বিশেষ ব্যবস্থা। প্য়ান কার্ড ব্যবহৃত হবে সাধারণ পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হবে। সমস্ত ডিজিটাল সরকারি এজেন্সিতে প্যান ব্যবহার বাধ্যতমূলক। 

সকাল ১১.৪০ : ৫০ নতুন বিমানবন্দরের আধুনিকীকরণ হবে। পরিকাঠামো খাতে ১০ লক্ষ কোটি বরাদ্দ ( জিডিপির ৩.৩ শতাংশ )। নগরোন্নয়নে ১০ হাজার কোটি টাকার তহবিল। ই কোর্টের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি।

সকাল ১১.৩৯ : রেলের জন্য় বরাদ্দ ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। 

সকাল ১১.৩৪ : আগামী ৩ বছরে কেন্দ্র একলব্য স্কুলগুলিতে ৩৮ হাজার নতুন শিক্ষক নিয়োগ করবে।

সকাল ১১.৩০ : আবাস যোজনায় বরাদ্দ বেড়ে ৭৯ হাজার কোটি। রাজ্যগুলিকে সুদবিহীন ঋণ দেওয়ার নীতির মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র। 

বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সকাল ১১.২৭ : তফসিলি জাতির উন্নয়নে ৩ বছরে বরাদ্দ ১৫ হাজার কোটি টাকা।

সকাল ১১.২৪ : ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি খোলা হবে শিশুদের জন্য। পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে লাইব্রেরি খুলতে রাজ্যগুলিকে উৎসাহ দেওয়া হবে। যাতে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি সবস্তরের মানুষ ব্যবহার করা হবে।

আরও পড়ুন:  Medicine Price Hike: ফের দেশজুড়ে ওষুধের দাম বাড়াতে চলেছে মোদী সরকার

সকাল ১১.২১ : আইসিএমআরে গবেষণাগার করতে পারবেন বেসরকারি ক্ষেত্রের গবেষকরা।

সকাল ১১.২০ : ১৫৭ নতুন নার্সিং কলেজ তৈরি হবে দেশজুড়ে। ২০৪৭-এর মধ্যে দেশ থেকে শিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ।

সকাল ১১.১৬ : কৃষি স্টার্ট আপের জন্য বিশেষ তহবিল বানাচ্ছে কেন্দ্র।

সকাল ১১.১৪ : আগামী অর্থবর্ষে জম্মু-কাশ্মীর, লাদাখ ও উত্তর পূর্বের রাজ্যে বিশেষ জোর দেওয়া হবে।

সকাল ১১.১২ : বাজেটে সাতটি দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। যার নাম দেওয়া হল ‘সপ্তর্ষি’।

১. সুসংহত বিকাশ

২. পরিকাঠামোয় বিনিয়োগ 

৩. দেশের প্রতিভা বা দক্ষতার বিকাশ

৪. সবুজায়ন

৫. যুব 

৬. অর্থ বিভাগ

৭. লক্ষ্যপূরণ

বাজেট ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

সকাল ১১.১১ : করোনা কালে যাতে কেউ অভুক্ত না থাকে, সেদিকে নজর দিয়েছিল সরকার। দাবি অর্থমন্ত্রী।

সকাল ১১.১০ : নতুন অর্থবর্ষে আর্থিক বৃদ্ধি হতে পারে ৭ শতাংশ।

সকাল ১১.০৮ : অর্থনৈতিক সংস্কারে জোর দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই এই বাজেট পেশ, দাবি নির্মলার।

সকাল ১১.০৫ : বাজেট ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যে ‘ভারত জোড়ো’ স্লোগান কংগ্রেসের।

সকাল ১১.০২ : বাজেচ পেশ শুরু সংসদে। ‘ অমৃতকালের প্রথম বাজেট ‘ বললেন নির্মলা সীতারমণ।

বাজেট ঘিরে ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ

সকাল ১০.৫৪ : আমজনতার প্রত্যাশা পূরণ করবে এবারের বাজেট। বাজেট পেশের আগে দাবি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর।

সকাল ১০.৪২ : বাজেট ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স। নিফটি চড়ল ১০০ পয়েন্টের বেশি।

সকাল ১০.৪০ : বাজেটের কপি সংসদে আনা হল।

সকাল ১০.৩০ : কেন্দ্রীয় বাজেটে (Budget LIVE UPDATE) ছাড়পত্র দিল মন্ত্রিসভা। সকাল ১১ টায় সংসদে পেশ হবে বাজেট ২০২৩ – ২০২৪।

বাজেটের (Budget LIVE UPDATE) আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Featured article

%d bloggers like this: