নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগ কমতে না কমতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। তবে উৎসবের মরশুমে এই ডেঙ্গু সংক্রমণ সকলের নজরে না আসলেও বর্তমানে ক্রমশের চোখ রাঙ্গানি দিচ্ছে মশাবাহিত এই রোগগুলি। ইতিমধ্যেই একের পর এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ক্রমে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুমিছিলও। প্রতিদিনই ক্রমশ বেড়েই চলেছে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৪ হাজার পার করেছে। এবার এ নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকারের কাছে থেকে তারই হলফনামা চাইল কোর্ট। কিন্তু এবার সেই উদ্বেগ কমতে না কমতেই নতুন রোগ।
শীতে এই রোগের প্রকোপ কমলেও অনেকেই আক্রান্ত হচ্ছেন বিরল রোগে। এই রোগে আক্ৰান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনার গারুলিয়ার বাসিন্দা পিন্টু রজক। তবে এই রোগের নাম পোস্ট ডেঙ্গি অ্যাকিউট ডিসেমিনেটেড এনসেফ্যালোমায়লাইটিস অ্যান্ড গুলেনবেরি সিনড্রোম। এর পর রোগীর পরিবারের উদ্বিগ্ন বেড়েছে। পরিবার সূত্রের খবর অনুযায়ী, গত ২৬ অক্টোবর জ্বরে আক্রান্ত হয়েছিলেন পিন্টু। তাঁর রক্ত পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ হওয়ার পর বারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া ওই ব্যক্তির। তাতে বেশ কয়েক দিনের মাথায় জ্বর কমে যায়। কিন্তু ডেঙ্গু কমলেও নতুন বিপদ দেখা দেয়। পরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান সহ যাবতীয় পরীক্ষা করে চিকিৎসকরা জানতে পারেন ওই ব্যক্তি এই বিরল রোগে আক্রান্ত।