নিজস্ব সংবাদদাতা : বিনামূল্যে ১০১ শয্যার কিডনি ডায়ালিসিস কেন্দ্র চালু হল দিল্লিতে। দিল্লির গুরুদ্বার বাংলা সাহিব চত্বরে চালু হয়েছে দেশের সবচেয়ে বড় কিডনি ডায়ালিসিস হাসপাতাল।
জানা গেছে, রোগীদের বিনামূল্যে পরিষেবা দিতে হাসপাতালে কোনও ‘ক্যাশ কাউন্টার’-ও তৈরি করা হয়নি। শুধু তাই নয়, গুরুদ্বাসের লঙ্গর থেকে বিনামূল্যে খাবারও দেওয়া হবে রোগীদের, জানা গিয়েছে কর্তৃপক্ষ সূত্রে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন হাসপাতালে ১০১টি শয্যা রয়েছে।
পরবর্তীকালে তা বাড়িয়ে ১০০০টি করা হবে। বিভিন্ন কর্পোরেট থেকে অনুদান সংগ্রহ করে ওই হাসপাতালের পরিষেবা বাড়ানো হবে। এছাড়াও সরকারি প্রকল্পও কার্যকর করার কথা ভাবা হচ্ছে।
দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং বলেন, ‘এই উন্নতমানের পরিষেবার জন্য রোগীদের থেকে কোনও টাকাই নেওয়া হবে না।’