নিজস্ব সংবাদদাতা : করোনা কাঁটায় নাজেহাল শহর কলকাতা । যত সময় বাড়ছে ততই আতঙ্ক ছড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা। স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী , গত ২৪ ঘন্টায় করেনা আক্রান্ত ৩,২১১ জন। অন্যদিকে রাজ্যে বাড়ছে সুস্থতার হারও। একদিনে সুস্থ হয়ে উঠেছে ৩,০৮৪। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৮৬.৫৫ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৫৮ জনের। রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪,০০৩। বিশ্বের সর্ববৃহত্ টিকা প্রস্তুতকারকের সিইও আদর পুনাওয়ালা হিসেব দিলেন, “গোটা বিশ্বের জন্য প্রয়োজন কোভিড-১৯ টিকার ১৫ বিলিয়ন ডোজ, যদি এটি একটি ২ ডোজের টিকা হয়। ৪ থেকে ৫ বছর সময় লাগবে এই গ্রহের সবাইকে টিকা দিতে।” অর্থাৎ কোভিড-১৯এর বিরুদ্ধে গোটা বিশ্বের সকলের জন্য পর্যাপ্ত টিকা ২০২৪এর শেষ দিকের আগে আসবে না।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রবিবারই বলেছিলেন, ২০২১এর প্রথম কোয়ার্টারেই কোভিড-১৯এর টিকা চলে আসবে। তার ১ দিন পরেই পুনাওয়ালার এই মন্তব্য এলো। ব্রাজিলকে টপকে পৃথিবীর শীর্ষে ভারত। করোনাভাইরাস সংক্রামিত নিরিখে নয়, সুস্থতার হার তথা সুস্থ রোগীর সংখ্যার নিরিখে বিশ্বের প্রথম স্থানে উঠে এলো ভারত। এমনটাই বলছে জনস হপকিন্স ইউনিভার্সিটি সমীক্ষা। এই মুহূর্তে দেশে ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭,৮০,১০৭ জন। এটাই বিশ্বের নিরিখে সবচেয়ে বেশি সুস্থতার সংখ্যা।কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ১০,৬০,৩০৮ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ২৯,৫৩১ জন। তারপরেই আছে অন্ধ্রপ্রদেশ , তামিলনাড়ু , কর্ণাটক , উত্তরপ্রদেশ , দিল্লি , পশ্চিমবঙ্গ , বিহার।