নিজস্ব প্রতিবেদন: করোনা উদ্বেগ কমতে না কমতেই মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ। তবে উৎসবের মরশুমের এই সংক্রমণ সকলের নজর এড়ালেও ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছিল ডেঙ্গু। তার সঙ্গে পাল্লা দিয়ে বার ছিল মৃত্যুর মিছিল। এই সুখে মাথা করে রাজ্য রাজনীতি উত্তাল ছিল। তবে এবার নতুন আশঙ্কা। ডেঙ্গুর বদলে ম্যালেরিয়া ভয়ঙ্কর রূপ নিচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী ডেঙ্গু, এডিস মশার থেকে বেশি পরিমাণে জন্মাচ্ছে ম্যালেরিয়া বহনকারী অ্যানোফিলিস মশা। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় জুলজি বিভাগের গবেষকদের। এই নিয়ে গবেষকরা দাবি করছেন, নোংরা জলে নয়, চরিত্র বদলে, পরিষ্কার জলে ডিম পাড়ছে অ্যানোফিলিস মশা। যার ফলে ম্যালেরিয়া রোগে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।