নিজস্ব প্রতিবেদন: সরকারি হাসপাতালগুলিকে নতুন ও আধুনিক করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সেই দৌড়ে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলি নাম লিখিয়েছে। তার মধ্যে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল অন্যতম। এবার সেই হাসপাতালেই রোগীদের জন্য ব্যক্তিগত কেবিনের ব্যবস্থা করা হয়েছে। তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। মঙ্গলবার এই কেবিনের উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেস বিধায়ক সুদীপ্ত রায়। সূত্রের খবর অনুযায়ী, এমন অনেক রোগী থাকেন যারা নিজেদের জন্য ব্যক্তিগত কেবিন খুঁজেন। তাঁদের জন্য সুখবর।


সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই কেবিনগুলির জন্য রয়েছে আলাদা আলাদা শৌচাগারের ব্যবস্থা। জরুরি বিভাগের চতুর্থ তলায় মোট ৬টি কেবিন রয়েছে। কেবিনের পাশাপাশি আর্থ্রোস্কোপিক সিমুলেটর মেশিনেরও উদ্বোধন করেন বিধায়ক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই কেবিনগুলিতে স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট করে দেওয়া হারে রোগীদের কাছ থেকে চার্জ নেওয়া হবে। আপাতত এই কেবিনগুলি পায়ের অস্ত্রোপচার এবং হাঁটু প্রতিস্থাপন সার্জারি করা রোগীরা পেতে পারেন।