33 C
Kolkata

Rat Killer : ইঁদুর তাড়াতে ব্যবহার করুন পেঁয়াজ !

নিজস্ব প্রতিবেদন : কাগজ কেটে কাপড় কেটে একাকী করে দেয় ইঁদুর। কত মানুষের মাথার যন্ত্রনা সৃষ্টি করেছে এই ছোট্ট প্রাণীটি। ইঁদুরের হাত থেকে বাঁচতে কত কিনা করে সবাই। অনেক মানুষ তো আবার ধিৎকারে বিড়াল পোষে।অনেকে আবার যন্ত্রনা থেকে চির তরে মুক্তি পেতে ইঁদুর মারা বিষ কেনেন। যা মোটেই নিরাপদ নয়। তাতে দূর্ঘটনা ঘটার ভয় থাকে। বিশেষ করে বাড়িতে শিশু থাকলে। তবে এবার এই ঔষধ ব্যবহার করে ইঁদুর মারার পদ্ধতি অতীত। ইঁদুর তাড়ানোর রয়েছে কিছু সহজ ও কার্যকরী কৌশল। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেগুলো-

এই ছোট্ট প্রাণীটি , পেঁয়াজ বা আলুর ঝাঁঝালো গন্ধ একদমই সহ্য করতে পারে না। তাই এবার ইঁদুরের উৎপাত থেকে রাখা পেতে ব্যবহার করুন ইঁদুরের রস। এই রস নিয়ে খানিক তা জলের সঙ্গে মিশিয়ে তা দিয়ে ঘর মুছুন। এতে ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না, এমনকি ঘরে থাকা ইঁদুরও দৌড়ে পালাবে।

আরও পড়ুন:  মানুষেরই নতুন প্রজাতির খোঁজ মিলল ফিলিপিন্সের গুহায়
আরও পড়ুন:  Hair Mask: পুজোর আগে চুলের সৌন্দর্য বাড়াবার চাবিকাঠি

এছাড়া গোলমরিচ এবং লবনঘের তীক্ষ্ণ গন্ধ যা শুধু ইঁদুর না তেলাপোকা, অন্যান্য পোকামাকড় তাড়াতেও জাদুর মতো কাজ করে। যদি বাড়িতে বাচ্চা থাকে তবে গোলমরিচের গুঁড়া কাপড়ে মুড়ে ঘরের চরিদিকে রাখুন। এতেই কাজ হবে। ইঁদুর বাড়ির আশেপাশেও ঘেঁষবে না।

Featured article

%d bloggers like this: