22 C
Kolkata

মনের রোগ বীমার আওতায় পড়ে না কেন, প্রশ্ন তুলে কেন্দ্রকে নোটিশ পাঠাল শীর্ষ আদালত

নিজস্ব সংবাদদাতা :: শরীরের বাকি অনেক রোগ বীমার আওতায় পড়লেও মনের অসুখ পড়ে না কেন! মানসিক স্বাস্থ্য সংক্রান্ত এক মামলার পর প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এই নিয়ে কেন্দ্র ও ইনসিওরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অথবা আইআরডিএ-কে নোটিশ দিল ভারতের শীর্ষ আদালত। কুমার বনসল নামের এক আইনজীবী মনের অসুখ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি মামলা দায়ের করেছিলেন। বিচারপতি আর এস নরিম্যান ও নবীন সিনহা এবং বি আর গাবাইয়ের বেঞ্চ এই মামলার শুনানি করে। বিচারপতিরা জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনের একাধিক ধারা লঙ্ঘন করেছে দেশের বহু বীমা সংস্থা।

বিচারপতিদের এই বেঞ্চ সওয়াল করেছে, আর পাঁচটা শারীরিক অসুস্থতা বীমার আওতায় পড়লে মানসিক অসুস্থতা কেন পড়ে না! মনোরোগের ক্ষেত্রে কেন বীমা সুরক্ষা দেওয়া হয় না! বিচারপতিরা জানান, ২০১৭ সালে মানসিক স্বাস্থ্য সুরক্ষা আইনের ২১ নম্বর ধারা লঙ্ঘন করেছে দেশের একাধিক বীমা সংস্থা। ওই ধারা অনুযায়ী, স্বাস্থ্য বীমা ও জীবন বীমার ক্ষেত্রে মানসিক রোগীদেরও প্রাধান্য দিতে হবে। শারীরিক অসুস্থতায় আক্রান্ত মানুষরা যেমন বীমার আওতায় পড়েন, ঠিক তেমনই মানসিক রোগীদের ক্ষেত্রেও একই সুবিধা দিতে হবে। এক্ষেত্রে কোনও রকম বৈষম্য করা যাবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে, বেশিরভাগ বীমা সংস্থা বীমার আওতায় মানসিক রোগীদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দেশের আইন লংঘন করছে। এক্ষেত্রে আদালতের সরাসরি অভিযোগের আঙুল উঠেছে আইআরডি-এর বিরুদ্ধে। আইনজীবীর অভিযোগ, আইআরডিএ তো নিয়ম কানুন সবই জানে। তা হলে তারা কেন বীমা সংস্থার বিরুদ্ধে এতদিন ব্যবস্থা নেয়নি! সেই আইনজীবী জানিয়েছেন, আইআরডিএ মনোরোগীদের বীমা বৈষম্যের ক্ষেত্রে সরাসরি যুক্ত। শীর্ষ আদালত ইতিমধ্যে আইআরডি-এর কাছে একটি নোটিশ পাঠিয়েছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, দেশের বিভিন্ন সংস্থাগুলি কেন মনোরোগীদের বীমার আওতায় আনে না! কেন্দ্রের কাছেও জবাব চাওয়া হয়েছে এই নিয়ে।

আরও পড়ুন:  H3N2 Virus: কোভিডের পরে এবার থাবা বসাল হংকং ভাইরাস!

Featured article

%d bloggers like this: