25 C
Kolkata

ফুটবলের নব্বই মিনিটের ইতিহাস

নিজস্ব সংবাদদাতা : বাঙালি-কলকাতা আর ফুটবল তিন শব্দ যেন একে অপরের সমর্থক একটি না হলে বাকি দুটি অপূর্ণই থেকে যায় কলকাতা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ফুটবলের নিয়মকানুন কবে তৈরি হল, তা জানতে যেতেই হবে ইংল্যান্ড। কারণ প্রাচীন চিন ও গ্রিসে বল নিয়ে খেলার প্রমাণ মিললেও আধুনিক ফুটবলের নিয়কানুন তৈরি করে ব্রিটিশরাই। ফুটবলের নিয়মকানুন প্রথম তৈরি হয় ১৮৬৩ সালে, কেমব্রিজে। ফুটবলের ইতিহাসে যা বিখ্যাত কেমব্রিজ রুলস নামে। যদিও তাতে কতক্ষণ খেলা হবে, তা নিয়ে কিছু বলা ছিল না।

১৮৬৬ সালে প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলার প্রামাণ্য নথি পাওয়া যায়। মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডেরই দু’টি দল লন্ডন ও শেফিল্ড। এটিই প্রথম নব্বই মিনিটের ফুটবল খেলা। এরপর থেকেই চলে আসছে নব্বইয়ের ট্রাডিশন। সঙ্গে বিরতি ১৫ মিনিটের।

আরও পড়ুন:  Shanibar: উদয় হয়ে ধনরাজ যোগ সৃষ্টি করেছে শনি ! জীবন বদল ৩ রাশিতে

এছাড়া নব্বই মিনিটের বেশি ফুটবল খেলা হয় কোনও টুর্নামেন্টের নক আউট পর্বে। নির্ধারিত সময়ে কোনও ফলাফল না হলে দু’টি অর্ধে অতিরিক্ত ১৫ মিনিট করে মোট ৩০ মিনিট খেলা হয়। এ ছাড়া চোট, আঘাত, খেলোয়াড় বদলে যে সময় নষ্ট হয়, তার জন্যও কিছু সময় ‘ইনজুরি টাইম’ হিসেবে যোগ করেন রেফারি। শেষ পর্যন্ত যদি খেলার ফলাফল নির্ধারিত না হয় তবে টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নিশ্চিত করা হয়।

Featured article

%d bloggers like this: