নিজস্ব প্রতিবেদন: ১৩ জানুয়ারি শুরু হচ্ছে হকি বিশ্বকাপ ২০২৩। এ নিয়ে টানা দুবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওডিশায়। দেশের মাটিতে ভারতীয় হকি দলকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। তবে হকি বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়া নির্ভর করছে কয়েকজন খেলোয়াড়ের উপর। দেখেনিন তারা কারা।
হরমনপ্রীত সিং : এবার হকি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। এই ড্র্যাগ-ফ্লিকার গত কয়েক বছরে ভারতীয় হকির পুনরুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার শক্তিশালী ফ্লিক এবং বিশ্বমানের ডিফেন্স দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিণত করেছে।
আকাশদীপ সিং: ২০১২ সালে অভিষেকের পর থেকে আকাশদীপ সিং ভারতের হয়ে ২০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। পিআর শ্রীজেশ এবং হরমনপ্রীতের পর তিনিই দলের একমাত্র খেলোয়াড় যিনি ২০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন। তিনি ২০২৩ সালের বিশ্বকাপে ভারতীয় দলে সবচেয়ে অভিজ্ঞ ফরোয়ার্ড।
পিআর শ্রীজেশ: অভিজ্ঞ গোলরক্ষক পিআর শ্রীজেশ নিঃসন্দেহে বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি ২০২২ সালে এফআইএইচ বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হন এবং বিশ্বের সেরা গোলরক্ষকদের মধ্যে গণ্য হন।
মনপ্রীত সিং: মনপ্রীত সিংয়ের নেতৃত্বে বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ রৌপ্য পদক জেতার আগে ভারত টোকিওতে অলিম্পিক ব্রোঞ্জ পদক জয় করে। তিনি এখন বেশ কয়েক বছর ধরে ভারতীয় দলের মূল ভিত্তি। ভারতীয় হকিতে তাঁর অবদানের জন্য অর্জুন পুরস্কারও জিতেছেন।
বিবেক সাগর প্রসাদ: বিবেক সাগর প্রসাদ টোকিও অলিম্পিক ২০২০-তে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় দলের একজন সদস্য ছিলেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় সুলতান অফ জোহর কাপের সপ্তম সংস্করণে ভারত অনুর্ধ্ব-২১ দলকে তৃতীয় স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন।