22 C
Kolkata

Horoscope 19 March 2023: রাশি ফলের বিচারে আপনার দিনটি কেমন যাবে !

আজ রবিবার, রাশি ফলের বিচারে আপনার দিনটি কেমন যেতে পারে, দেখে নিন এক ঝলকে –

কর্কট রাশি: এই রাশির জাতক-জাতিকাদের দিনটি বিপদ,ব্যবসা ও আয়ের ক্ষেত্র গতানুগতিক।শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাবে । রক্তচাপ, হৃদযন্ত্রের ও পেটের রোগে কষ্ট পেতে পারেন। ভ্রমনে আনন্দ। ভাই বোনেদের কাছ থেকে মানসিক কষ্ট পেতে পারেন।বাবা- মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হ্রাস পাবে । দাম্পত্যে সুখী। সন্তান-সন্ততি নিয়ে দুশ্চিন্তার কারণ নেই,বেকারদের নতুন কর্ম শুভ!নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে দিনটি আপনার কারনে শুভ,অবিবাহিতদের বিবাহ যোগ শুভ,বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ শুভ।দক্ষিণে যাত্রা নিষেধ, শুভ সংখ্যা ৭,৬,৩।

মেষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ, স্বাস্থ্যে, উচ্চ রক্তচাপ,চোট আঘাতে কষ্ট পেতে পারেন। আর্থিক দিক গতানুগতিক।নতুন কোনো ব্যবসা শুরু করার পক্ষে দিনটি পরিহার করুন।পিতৃ সম্পত্তি নিয়ে ভাই বোনেদের মাঝে বিবাদের সমাধান হওয়ার সম্ভাবনা। ব্যবসায় আয় উন্নতি। অনেক দিন পর ঘনিষ্ঠ কোন বন্ধুর সাক্ষাত লাভে আনন্দিত। অপরিচিত কোন ব‌্যক্তির দ্বারা কোন ক্ষতি হতে পারে। বেসরকারি কর্ম ক্ষেত্রে পদোন্নতি ও চাপ বৃদ্ধির সম্ভাবনা।স্ত্রীর স্বাস্থ্যর উন্নতি।দাম্পত্যে সুখ । বেকারদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ শুভ।মামলায় জয়লাভ! শত্রুরা মাথা চারা দেবে ক্ষতি করতে পারবে না।গুরু স্থানীয় কোন ব্যক্তির মৃত্যুতে আর্থিক ক্ষতি। বিবাহ ও প্রেমে শুভ! বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ নেই। পূর্বে যাত্রা নিষেধ। লটারিতে প্রাপ্তি যোগ শুভ,শুভসংখ্যা ৬,১,৪।

বৃষ রাশি : এই রাশির জাতক-জাতিকাদের দিনটি পক্ষে বিপত্তি, আয় ও ব্যবসা গতানুগতিক । বকেয়া পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা! শিক্ষক, অধ্যাপক , চিকিৎসক ও শিল্পীগণ এর পক্ষে দিনটি শুভ ফল দায়ক,সম্মানের বৃদ্ধি।নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ।পঞ্চাশোর্ধ ব্যক্তিরা পুরনো রোগে কষ্ট পাবেন , সচেতন থাকবেন।ভাই বোনের সঙ্গে মতের অমিল হওয়ার সম্ভাবনা রয়েছে।বাবা মায়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে পারে।দাম্পত্যে আনন্দ লাভ । সন্তানের সাফল্যে গর্ভবোধ।বিবাহ ও প্রেমে বাধা। দক্ষিণে যাত্রা নিষেধ।বিবাহযোগ্য কন্যার বিবাহ যোগ রয়েছে । শুভ সংখ্যা ২,১,৯।

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের দিনটি গতানুগতিক।বাড়িতে আত্নীয় সমাগমে মানসিক চাপ কমার সম্ভাবনা। আয় ও ব্যবসা বৃদ্ধি পাবে!সঞ্চয় ক্ষেত্র বিশেষ শুভ। গৃহাদি সংস্কার ও শুভ কাজের পক্ষে দিনটি শুভ ফল প্রদান করবে!নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে ঝামেলা!ঋনের পরিমান বৃদ্ধির সম্ভাবনা!বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পেতে পারে । স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। দিনটি কেনাকাটার জন্য প্রতিকূল , সন্ধ্যার দিকে শারীরিক সমস্যা দেখা দিতে পারে । সন্তানদের নিয়ে দুশ্চিন্তার কারন কষ্ট পেতে পারেন। বেকাররা নতুন ব্যবসা শুরু করার পক্ষে দিনটি বিলম্ব করুন । বিবাহ বা প্রেমে শুভ যোগ ! বিবাহ যোগ্যা কন্যার বিবাহ যোগ শুভ। উত্তরে যাত্রা নিষেধ। লটারিযোগ শুভ। শুভ সংখ্যা ৭,৪,১।

আরও পড়ুন:  Car Parking Charge: আগামীকাল থেকেই শহরে নতুন পার্কিং ফি, জেনে নিন ঘণ্টা পিছু কত টাকা

সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের দিনটি খুব আনন্দিত ভাবে কাটাবে,অর্থাগম শুভ।সঞ্চয় ক্ষেত্র শুভ ফল দায়ক।কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ।সন্তানের কর্মে মানসিক শান্তি লাভ!সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে!চাকরিতে চাপ বৃদ্ধির সম্ভাবনা।উচ্চ রক্তচাপ থেকে সাবধান হবেন!সন্তানদের সারল্যে মানসিক শান্তি লাভ। স্ত্রীর স্বাস্থ নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই,দাম্পত্য সুখ শান্তি লাভ ।বেকারদের ক্ষেত্রে নতুন করে ব্যবসা শুরু করার পক্ষে আজকের দিনটি শুভ। অবিবাহিতদের বিবাহ যোগ শুভ । বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ শুভ। দক্ষিণে যাত্রা নিষেধ। লটারি প্রাপ্তির যোগ শুভ। প্রেমে শুভ।শুভ সংখ্যা ৫,২,১।

কন্যা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি গতানুগতিক,আয় স্থতিশীল।সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা!চাকরিতে পদোন্নতিতে বাধা।সাস্থ্য নিয়ে চাপ বৃদ্ধি পাবে!সাবধান থাকবেন , বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা,দুরে কোথাও না যাওয়াই ভালো। শত্রুদের মিত্রতা স্থাপনের চেষ্টা করবে। শিক্ষাক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্যে কলহ । পিতা-মাতা ও সন্তানের স্বাস্থ্য নিয়ে আজ উদ্বেগের বৃদ্ধি পাবে! বেকারদের ক্ষেত্রে দিনটিতে কর্মযোগ প্রাপ্তির সম্ভাবনা আছে। নতুন ব্যবসা শুরু করার পক্ষে আজকের দিনটি শুভ । ভ্রমনে শুভ।পূর্বে যাত্রা নিষেধ। প্রেমে বাধা। বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ নেই ।লটারি প্রাপ্তির যোগ নেই,শুভ সংখ্যা ০,৯,১।

তুলা রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি বিপদ! অর্থ প্রাপ্তির যোগ নেই। লটারি প্রাপ্তির যোগ নেই। বিনয়ি ভাবের জন্য অন্যের মন জয় করতে সক্ষম হবেন। পুরনো সমস্যার মাথা চারা দিয়ে উঠতে পারে। মামলায় জরিয়ে পরতে পারেন, যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে দূরে থাকুন, স্বাস্থ্যে বিষয়ে মনোযোগী হন,বাড়িতে আত্মীয়ের সমাগমে আনন্দ । দাম্পত্য শুভ,স্ত্রীকে মর্যাদা দিন সমস্যা সমাধান হবে। দক্ষিণে যাত্রা নিষেধ। বেকাররা নতুন ব্যবসা শুরু করার পক্ষে দিনটি মিশ্র।পিতা-মাতার স্বাস্থ্যের দিকে লক্ষ্য দিন সন্তানের ব্যবহারে দুক্ষ পেতে পারেন। ভ্রমণ যোগ শুভ। পূর্বে যাত্রা নিষেধ। বিবাহ ও প্রেমে শুভ । বিবাহযোগ্য কন্যার বিবাহ যোগ নেই,লটারি প্রাপ্তির যোগ রয়েছে!শুভসংখ্যা ৪,২,৬।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি শুভ!নতুন কোনো ব্যবসা শুরু করার পক্ষে আজকের দিনটি শুভ ফল দায়ক,গৃহ প্রবেশের মত শুভ কাজ আজকে শুরু না করাই ভালো,পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলার সমাধান । শত্রুরা মাথা চারা দিয়ে উঠবে পেরে উঠবে না । দৃরতা বজায় রাখুন। বাবা-মা সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার বৃদ্ধি পেতে পারে । দম্পত্যে অশান্তি। বাইরে ঘুরতে না যাওয়াই ভালো। রক্তচাপ, রক্তপাতের সম্ভাবনা । বেকারদের কর্মযোগ শুভ,বিবাহে বাধা। বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ শুভ।পশ্চিমে যাত্রা নিষেধ।লটারি প্রাপ্তির যোগ শুভ, শুভ সংখ্যা ৭,৯,৬।

আরও পড়ুন:  MILK:বাচ্চার দুধে চিনি মেশাচ্ছেন? এতে কি হতে পারে জেনে নিন

ধনু রাশি: এই রাশির জাতক-জাতিকাদের দিনেটি অর্থ উপার্জনের শুভ ফল দায়ক, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন , বাইরে যাবেন না, সাবধান হোন! হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ,তবে প্রান সংসয়ের সম্ভাবনা নেই।গুরু স্থানীয় ব্যক্তির বিয়োগে আর্থিক ক্ষতির সম্ভাবনা,ভ্রমণে বাধা। বাবা-মা সন্তানদের নিয়ে চিন্তা হ্রাস পাবে ,বেকারদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির যোগ নেই।নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে আজকের দিনটি মিশ্র । বিবাহ যোগ শুভ, বিবাহযোগ্যা কন্যার বিবাহ যোগ শুভ। উত্তরে যাত্রা নিষেধ। প্রেমে শুভ,সরকারি চাকরিজীবীদের পক্ষের দিনটি গতানুগতিক,লটারি প্রাপ্তির যোগ নেই,শুভ সংখ্যা ৪,১,৯।

মকর রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি শুভ ফল দায়ক,অর্থ যোগ উন্নত ,ব্যবসায় স্থিরতা,আপনার সততাই আপনকে সাফল্যের উচ্চশিখরে পৌঁছাবে দেবে । স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। বিবাহ ও প্রেমে শুভ। বিবাহযোগ্য কন্যার সম্বন্ধ যোগ নেই। বেকাররা নতুন ব্যবসা শুরুতে করতে পারেন।কর্মযোগ শুভ,প্রেমের পক্ষে দিনটি বাঁধা। গৃহ প্রবেশের পক্ষে দিনটি পরিহার করুন। ভ্রমনে শুভ,পশ্চিমে যাত্রা নিষেধ। লটারি প্রাপ্তির যোগ শুভ । শুভসংখ্যা ৯,৫,১।

কুম্ভ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি গতানুগতিক। ব্যবসায় ও আয়ের ক্ষেত্র গতানুগতিক ধারায় চলার সম্ভাবনা,শরীর গতানুগতিক থাকবে,স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে বৃদ্ধি পেতে পারে। পিতা-মাতা-সন্তানদের স্বাস্থ্য নিয়ে কিছুটা স্বস্তিতে থাকবেন। দাম্পত্যে অশান্তি,বাড়িতে আত্মীয় সমাগমে হতে পারে। কোন বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা,বেকারদের ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু করার পক্ষে দিনটি পরিহার করুন, কর্ম যোগ শুভ।বিবাহযোগ্য কন্যা বিবাহ যোগ শুভ।বিবাহ ও প্রেমে বাধা,লটারি প্রাপ্তির যোগ শুভ।
শুভ সংখ্যা ৫,৯,১।

মীন রাশি : এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে দিনটি শুভ,পুরনো কোনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে!মামলায় জয় লাভ ,বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা,পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা । দাম্পত্যে মন মালিন্য হলেও সুখ বৃদ্ধি পেতে পারে। ভ্রমণযোগ শুভ,দক্ষিণে যাত্রা নিষেধ,বেকাররা আজকে নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে শুভ। স্বাস্থ্য ও আইন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দিনটি শুভ , বিবাহ যোগ্যা কন্যার বিবাহ যোগ নেই। বিবাহ যোগ শুভ! প্রেমে বাধা!লটারি প্রাপ্তির যোগ শুভ । শুভ সংখ্যা ২,১,৪।

Featured article

%d bloggers like this: