25 C
Kolkata

#AppleIndia: iPhone এর পর Apple iPod তৈরি হবে ভারতে

নিজস্ব প্রতিবেদন: ভারতের সঙ্গে ব্যবসার হাত সুদৃঢ় করতে চাইছে APPLE সংস্থা। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে ভারতে তৈরি এয়ারপডস (India AirPods)। সদ্য প্রকাশিত হওয়া Nikkei-এর একটি রিপোর্টে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, অ্যাপেল চাইছে এয়ারপডস তৈরি চিন থেকে ভারতের হাতে স্থানান্তর করতে। এই সুযোগ ভারতীয় অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারতে তৈরি হলে আইপডের দামও যথেষ্ট কম হওয়ারই সম্ভাবনা।

এই প্রথম ভারতে হেডফোন তৈরির ইচ্ছে প্রকাশ করেছে অ্যাপেল। Foxconn ইতিমধ্যে বিটস হেডফোন ভারতে তৈরির কাজ শুরু করেছে। আশা করা যায়, কিছু দিনের মধ্যেই এয়ারপডস তৈরির কাজও শুরু হবে। Luxshare Precision Industry নামের একটি চিনা সংস্থা ভারতে তৈরি এয়ারপডস তৈরিতে সাহায্য করার ইচ্ছে প্রকাশ করেছে। এরা ইতিমধ্যে Vietnamese AirPods তৈরির কাজ করছে।

ভারত, ভিয়েতনাম এবং মেক্সিকোর মতো বেশ কিছু দেশ আমেরিকান সংস্থাগুলিকে একাধিক পণ্য সরবরাহ শুরু করেছে। যা ইতিমধ্যে আমেরিকা-চিন সম্পর্কের ক্ষেত্রে চিন্তার ভাঁজ ফেলেছে। করোনার সময় চিন থেকে পণ্য আমদানিতে অনেক সমস্যা হয়েছে আমেরিকার। মনে করা হচ্ছে, এই কারণেই বিকল্প পথে হাঁটছে তারা। এককথায় আমেরিকা বুঝিয়ে দিতে চাইছে, চিন ছাড়াও পণ্য আমদানি আটকে থাকবে না।

ভারতে ইতিমধ্যেই iPhone তৈরি হওয়া শুরু হয়েছে। আরও বেশ কিছু নতুন ধরনের iPhone তৈরি হওয়া শুরু করা হবে। Bloomberg-এর প্রকাশিত রিপোর্ট বলছে, এপ্রিল থেকে এখনও পর্যন্ত ভারত থেকে iPhone রপ্তানি হয়েছে ৮,১৩৪ কোটি। ২০২৩ এর মার্চ মাসের মধ্যে তা $2.4 billion ছুঁয়ে যাবে।

আরও পড়ুন:  Business: ফেলে দেওয়া মাছের আঁশ বিদেশে রপ্তানি করে কোটিপতি

Featured article

%d bloggers like this: