নয়াদিল্লি: ভারতীয় অস্ত্র কিনতে চাইছে বিদেশি দেশ। এদেশে তৈরি রকেট লঞ্চার পিনাকা রপ্তানির ইচ্ছে প্রকাশ করেছে আর্মেনিয়া। ইতিমধ্যে প্রস্তুতিঅ শুরু করে দিয়েছে ভারত। আগামী ২ বছরের মধ্যে এই মাল্টি ব্যারেল রকেট লঞ্চার আর্মেনিয়ায় পাঠাতে হবে। জাতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিও এই অস্ত্র তৈরি করবে। তিনটি উন্নততর সংস্করণের বরাত দিয়েছে আর্মেনিয়া। নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া থেকে বরাত আসতে চলেছে খুব শীঘ্রই। এই বিষয়টি সোলার ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সত্যনারায়ণ নুওয়াল জানিয়েছেন। এই পিনাকা ব্যবহার হয়েছিল কার্গিল যুদ্ধে। ডিআরদিও এই লঞ্চারের নাম দিয়েছিল শিবের ধনুক। পিনাকা ১০ বছর পর্যন্ত ব্যবহার করা যেত। নিঃসন্দেহে নতুন সংস্করণ আগের গুলির তুলনায় যথেষ্ট শক্তিশালী। .
সত্যনারায়ণ নুওয়াল জানান, ‘নতুন প্রযুক্তির পিনাকার চাহিদা দেখা গিয়েছে একাধিক দেশে। আমরা বরাত পেয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছি। দু’বছরের মধ্যে পাঠাতে হবে। সবচেয়ে বড় প্রদর্শনী ডেফএক্সপো ২০২২-এর আয়োজন করেছে ভারত। গুজরাতে চলতি মাসের ১৮ তারিখ এই প্রদর্শনী শুরু হতে চলেছে। অংশগ্রহণ করবে প্রায় ৭৫টি দেশ। এছাড়াও ৩৩টি দেশের ৩৩ জন মন্ত্রী এবং ১৩৪০টি ভারতীয় সংস্থা।