নয়াদিল্লি: সংবিধানের ১০৩তম সংশোধনীতে বদল আনতে চেয়েছিল মোদি সরকার। অর্থনৈতিক ভাবে দুর্বল শ্রেণি (ইডব্লিউএস)-র জন্য কলেজ এবং সরকারি চাকরিতে ১০ শতাংশ সংরক্ষণের পক্ষে রায় দিল দেশের শীর্ষ আদালত। কেন্দ্রের এই প্রস্তাব সংবিধান বিরোধী সিদ্ধান্ত নয় বলে মনে করেছেন সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির ৪ জনই। দরিদ্রদের জন্য সংরক্ষণ নিয়ে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে বৈধ হিসেবেই বিবেচনা করেছেন তাঁরা। সোমবার এই দাবি শোনেন, প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি দীনেশ মহেশ্বরী, এস রবীন্দ্র ভাট, বেলা এম ত্রিবেদী এবং জেবি পরদিওয়ালার ডিভিশন বেঞ্চ। তাঁদের পর্যবেক্ষণ, অর্থনৈতিক মানদণ্ডের বিচারে কেন্দ্রের সিদ্ধান্ত কোনও ভাবেই বৈষম্যমূলক নয়।

বিচারপতি দীনেশ মহেশ্বরী জানান, ‘ইডব্লিউএস সংরক্ষণ আইন অর্থনৈতিক মানদণ্ডের নিরিখে সাম্যের নীতি অথবা সংবিধানের মূল কাঠামোকে লঙ্ঘন করে না।’ ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত বলবৎ হয় ২০১৯ সালের প্রথম মাসেই। এরপর রাজস্থান, ছত্তিসগড় সহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে হারলেও পিছপা হয়নি কেন্দ্র। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে রায়ও পড়েছিল।