24 C
Kolkata

INDIA At 2047: উন্নয়নের পথ প্রশস্ত করেছে ভারত

নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর আমরা কাটিয়েছি। ব্রিটিশ শাসন মুক্ত হতে কম রক্ত বিসর্জন হয়নি। বর্তমানে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে আন্তর্জাতিক স্তরে ভারত মাথ উঁচু করে কথা বলতে পারে। ৩৪ কোটি জনগণ নিয়ে পথচলা শুরু করা দেশটি আজ ১৩৮ কোটি পেরিয়েছে। দেশের জনগণই এর সবচেয়ে বড় শক্তি। সম্বল। সব ধর্ম, সমন্বয়ের বার্তা দেওয়া দেশটি বাস্তবে তা করে দেখিয়েছে।

দীর্ঘ ৮ বছর প্রধানমন্ত্রীর আসনে রয়েছেন নরেন্দ্র মোদি। তাঁর আমলে আন্তর্জাতিক সম্পর্ক ভালো দিকেই হেঁটেছে। কূটনৈতিক বুদ্ধিতে আগাগোড়াই মোদির মাথা তীক্ষ্ণ, সে বিষয় মানতে বাধ্য আন্তর্জাতিক মহলও। একাধিক বাধাবিপত্তি পেরিয়ে ব্রিটিশদের লুণ্ঠনের পরও ভারত মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট এগিয়েছে। মহাকাশে নিজেদের চিহ্ন পাঠাতে সক্ষম। ডিজিট্যাল সক্রিয়তাও বেড়েছে দারুণভাবে।

অন্যান্য দেশের থেকে পিছিয়ে থাকলেও দেশের এই উন্নতি অস্বীকার্য নয়। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বলেছিলেন, ‘ভবিষ্যৎ আরামের নয়, অবিরাম প্রচেষ্টার।’ আজ থেকে ২৫ বছর পর এই দেশ ১০০ বছরের স্বাধীনতার বর্ষপূর্তি উদযাপন করবে। সব মিলিয়ে পরবর্তী পরিস্থিত কোন জায়গায় দাঁড়ায় সেদিকে নজর থাকবে। এই ২৫ বছরে দেশ থমকে থাকবে না। আশা করা যায় উন্নয়নের পথ আরও প্রশস্ত হবে।

Featured article

%d bloggers like this: