24 C
Kolkata

Mangalyaan Mission: ৮ বছরের যাত্রা শেষ করল মঙ্গলযান

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ আট বছর। আয়ুর প্রায় ১৬ গুণ বেশি সময় পরিষেবা দিয়ে যাত্রা সম্পন্ন। ব্যাটারি এবং জ্বালানি শেষ হল ভারতের অন্যতম বড় সাফল্য- মঙ্গলযানের। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) ইতিমধ্যেই একটি বিবৃতি প্রকাশ্যে এনেছে। প্রায় ৪৫০ কোটি টাকা খরচ করে মঙ্গলগ্রহে পাঠানো হয়েছিল যানটি। ওজন প্রায় ১৫ কেজি।

২৪ সেপ্টেম্বর ২০১৪ সালে মাত্র ৬ মাসের জন্য লাল গ্রহ পরিক্রমার জন্য ইসরো পদক্ষেপ নিয়েছিল। প্রথম প্রচেষ্টাই সফল হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘হলিউড ছবি গ্র্যাভিটির থেকেও কম খরচে এই যান তৈরি হয়েছে।’ গোটা বিশ্বকে তাক লাগিয়েছিল ভারত। ৬ মাসের জন্য পাঠানো হলেও একটানা ৮ বছর মঙ্গলগ্রহ সম্পর্কে দেশে তথ্য পাঠিয়েছে।

সৌরশক্তি চালিত ব্যাটারি এবং জ্বালানিতে চলছিল যানটি। জ্বালানি শেষ হয়ে গিয়েছে। ইসরো সূত্রে খবর, একাধিক গ্রহণের ফলে ব্যাটারি চার্জ হয়নি। রিচার্জ না হলে ১ ঘণ্টা ৪০ মিনিটের বেশি যানটি কাজ করতে পারে না। দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার গ্রহণের জেরেই কাজ বন্ধ হয়েছে। প্রথম বছর ৫ টিবি এবং পরের বছরগুলিতে প্রায় ৫ টিবি তথ্য ভারতকে পাঠিয়েছিল মঙ্গলযান।

ভূতত্ত্ব, রূপবিদ্যা, বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া, পৃষ্ঠের তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় অব্যাহতি প্রক্রিয়া সম্পর্কিত ডাটা ছিল তাতে। মারস কালার ক্যামেরা মঙ্গলের হাজারের বেশি ছবি তুলে পাঠিয়েছে। ইসরো জানিয়েছে, ‘পরবর্তী মঙ্গলযান পাঠানোর চিন্তাভাবনা চলছে। মার্স অরবিটর মিশন-২ শুরুর জন্য ভারতীয় বিজ্ঞানীদের থেকে প্রস্তাব চাওয়া হয়েছে।’

আরও পড়ুন:  Shah Rukh Khan: ব্যাক টু ব্যাক ৯ ছবিতে ঝড় তুলতে আসছেন কিং খান

Featured article

%d bloggers like this: