24 C
Kolkata

Narendra Modi: বিশ্বের দরবারে এগিয়ে ভারত

নয়াদিল্লি: এগোচ্ছে ভারত। ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর থেকে এই স্লোগান বিজেপির মুখে। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের প্রয়োগে বারবার তা প্রমাণের চেষ্টা করেছে কেন্দ্র। UN World Geospatial International Congress-এ বক্তব্য রাখতে গিয়ে নিজের শাসনকালের সমস্ত পদক্ষেপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জাতিসংঘের এই কনফারেন্স হায়দ্রাবাদে হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন মোদি। ভাষণের শুরুতেই তিনি বলেছেন, ‘প্রত্যেককে গ্লোবাল ভিলেজের অন্তর্ভুক্ত করাই এই কনফারেন্সের বিষয়। কেউ যেন পিছিয়ে না থাকে।’ ভারতের বর্তমান এবং আগামী দিনের লক্ষ সুস্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘নাগরিকদের সকলের মধ্যে সমান অধিকার এবং শক্তি সঞ্চার করা।’ এরপর নিজের কাজের খতিয়ান তুলে ধরেন মোদি। তাঁর ভাষায়, ‘৪৫০ মিলিয়ন মানুষকে ব্যাংক পরিষেবা প্রদান। আমেরিকার থেকেও আমাদের জনসংখ্যা বেশি। ১১০ মিলিয়ন পরিবারের বাড়িতে শৌচালয়, জল পরিষেবা নিশ্চিত করেছি। ভারত নিশ্চিত করছে, কেউ পিছিয়ে থাকবে না।’

ডিজিট্যাল ইন্ডিয়ার পদক্ষেপকে স্পষ্ট করেছে তাঁর দলই। এই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ব্যবসায়ীরাও ডিজিট্যাল পেমেন্টকে সমর্থন করেছেন। করোনার দরুন আমরা গরীবদের প্রযুক্তির মাধ্যমে সাহায্য করেছি। মহিলাদের সম্পত্তির মালিকানা বৃদ্ধি পাচ্ছে।’

Featured article

%d bloggers like this: