25 C
Kolkata

#DigitalIndia: এগিয়ে ভারত! দেশের প্রথম Fully Digital Literate Panchayat কেরলে

তিরুবনন্তপুরম: মাত্র একবছর। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ২০২১ সালে ‘ডিজি পুল্লমপারা’ নামে একটি প্রকল্প শুরু করেন। ২০২২ সালে পুল্লমপারাকে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল শিক্ষিত পঞ্চায়েত (১০০%) হিসেবে ঘোষণা করা হল। ১৪ থেকে ৬৫ বছর বয়সি ৩,৩০০ জনকে প্রশিক্ষণ দিয়ে পুরোপুরি শিক্ষিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এঁরা প্রত্যেকে স্মার্ট ফোন ব্যবহার করতে পারে। একাধিক অ্যাপ, ছবি ডাউনলোড, অনলাইনে ব্যাঙ্ক পরিষেবা ইত্যাদি সবই হাতের মুঠোয়। কেরল টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় (কেটিইউ) এবং কুদুম্বাশ্রী গ্রুপের সহযোগিতা পেয়েছে প্রশাসন।

এইদিন ডিজি পুল্লমপারা সফল হওয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘কেরলকে আমরা শিক্ষিত সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় রয়েছি। যাঁদের আমরা ডিজিটাল জ্ঞানে সমৃদ্ধ করতে পেরেছি, প্রত্যেকেই ৮০০-র বেশি অনলাইন সরকারি প্রকল্পের পরিষেবা পাচ্ছেন।

ডিজিটাল পদক্ষেপে গোটা দেশের মধ্যে নজির আগেই গড়েছে কেরল। ওই রাজ্যের নিজস্ব ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে। চলতি বছরের জুলাই মাসে কে-এফওএন চালু হয়েছে। যার পুরো অর্থ কেরল ফাইবার অপ্টিক নেটওয়ার্ক Kerala Firbre Optic Network । প্রায় ৩০ হাজারের বেশি সরকারি দপ্তরে বিনামূল্যে এই পরিষেবা প্রদান করা হচ্ছে।

Featured article

%d bloggers like this: